Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ১২, ২০২৩

বিপদে জুটবে না পরিষেবা।চিকিৎসক হেনস্থায় কড়া অবস্থান নিল জাতীয় মেডিক্যাল কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
বিপদে জুটবে না পরিষেবা।চিকিৎসক হেনস্থায় কড়া অবস্থান নিল জাতীয় মেডিক্যাল কমিশন

হাসপাতালে বা চেম্বারে চিকিৎসক হেনস্থা নিয়ে কড়া অবস্থান নিল জাতীয় মেডিক্যাল কমিশন । এবার এই অপরাধের ফল ভুগতে হবে রোগীর। অর্থাৎ রোগীর চিকিৎসার গাফিলতি তুলে রোগীর পরিবারের সদস্য বা অন্য কেউ যদি ডাক্তারদের মারধর করে তাহলে চিকিৎসকরা সেই রোগীর চিকিৎসা করতে অস্বীকার করতে পারেন। চিকিৎসকদের পাশে এভাবেই দাঁড়াল জাতীয় মেডিক্যাল কমিশন। চিকিৎসকদের নিয়মাবলীতে জানানো কমিশনের তরফে হয়েছে, রোগী বা রোগীর পরিজন ডাক্তারদের সঙ্গে অভব্য আচরণ করলে, মারধর করলে সংশ্লিষ্ট রোগীকে চিকিৎসার ক্ষেত্রে অস্বীকার করতে পারবেন সংশ্লিষ্ট চিকিৎসক।

পানের থেকে চুন খসলেই চিকিৎসকদের উপরে রোগী বা তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অশালীন ব্যবহার, মারধরের অভিযোগ প্রায়শই শোনা যায়। মারধরের অভিযোগও করেন চিকিৎসকরা। সেই পরিস্থিতিতে চিকিৎসকদের স্বার্থে বড় পদক্ষেপ করল জাতীয় মেডিক্যাল কমিশন। কোনও রোগী বা তাঁর পরিজন চিকিৎসককে গালিগালাজ করলে বা হিংসাত্মক ঘটনা ঘটালে সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা না করার ছাড়পত্র পেলেন চিকিৎসকরা। তবে কমিশনের তরফে এটাও জানানো হয়েছে যে রোগীদের যাতে বিনা চিকিৎসায় ফেলে না রাখা হয়, সেটা  নিশ্চিত করতে হবে চিকিৎসকদের। রেফার করতে হবে রোগীকে।

সম্প্রতি জাতীয় মেডিক্যাল কমিশনের তরফে যে নিয়মাবলী জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে, কোনও রোগী বা তাঁর পরিবারের সদস্যরা যদি চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করেন, হিংসাত্মক পদক্ষেপ করেন, তাহলে চিকিৎসকরা সেই বিষয়টি নথিভুক্ত করে রাখতে পারেন। অভিযোগ জানাতে পারবেন এবং সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করতে নাও পারেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!