- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৬, ২০২৪
জোড়া গোল এমবাপে,হ্যারি কেনের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজি, বায়ার্ন মিউনিখ
আগের সপ্তাহে ফরাসি লিগে মোনাকোর বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপেকে তুলে নিয়েছিলেন পিএসজি কোচ লুই এনরিক। বিষয়টা ভালোভাবে নেননি এমবাপে। কোচের সেই সিদ্ধান্তে যথেষ্টই অসন্তুষ্ট ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে যেন সেই অসন্তোষের জবাব দিলেন এই ফরাসি স্ট্রাইকার। রিয়েল সোসিয়েদাদের বিরুদ্ধে জোড়া গোল করে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুললেন এমবাপে।
দ্বিতীয় পর্বের ম্যাচে রিয়েল সোসিয়েদাদের মাঠে পিএসজি জিতেছে ২-১ গোলে। প্রথম পর্বের ম্যাচে পিএসজি জিতেছিল ২-০ ব্যবধানে। দুই পর্ব মিলিয়ে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি। প্রথম পর্বে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ আটের দিকে এক পা বাড়িয়েই রেখেছিল পিএসজি। দ্বিতীয় পর্বে ড্র করলেই চলত। কিন্তু ড্রয়ের রাস্তায় হাঁটেননি লুই এনরিকে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে জয় তুলে নেন।
ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বক্সের মধ্যে উসমান ডেম্বেলের পাস ধরে সোসিয়েদাদের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন এমবাপে। ২৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল এমবাপের সামনে। তাঁর গোলার মতো শট আটকে দেন রিয়েল সোসিয়েদাদ গোলকিপার আলেহান্দ্রো রেমিরো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান এমবাপে।লিং কাং-ইনের বাড়ানো বল ধরে গতি বাড়িয়ে বক্সে ঢুকে বল জালে পাঠান তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের এটা ৪৬তম গোল। এমবাপের দ্বিতীয় গোলের সঙ্গে সঙ্গে রিয়েল সোসিয়েদাদের পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ জয়ে যায়। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে ৮৯ মিনিটে রিয়েল সোসিয়েদাদের হয়ে ব্যবধান কমান মিকেল মেরিনো।
অন্যদিকে প্রথম পর্বের ম্যাচ হেরে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নেওয়ার পরিসংখ্যান বায়ার্ন মিউনিখের খুবই খারাপ। এবার অবশ্য পরিসংখ্যানটা বদলে গেল। লাজিওর কাছে প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ১-০ ব্যবধানে হেরেও শেষ আটে জায়গা করে নিল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় পর্বের ম্যাচে ঘরের মাঠে লাজিওকে উড়িয়ে দিল ৩-০ ব্যবধানে। জোড়া গোল করে বায়ার্নের জয়ের নায়ক হ্যারি কেন। অন্য গোলটি করেন টমাস মুলার। দুই পর্ব মিলিয়ে বায়ার্ন মিউনিখের জয় ৩-১ ব্যবধানে।
বুন্দেশলিগায় চ্যাম্পিয়নের আশা কার্যত শেষ বায়ার্ন মিউনিখের। লেভারকুশনের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে থমাস তুচেলের দল। মঙ্গলবার লাজিওর কাছে হারলেই তুচেলের চাকরি যাওয়া একপ্রকার নিশ্চিত ছিল। আপাতত বায়ার্ন কোচের চাকরি বাঁচিয়ে দিলেন হ্যারি কেন।
❤ Support Us