Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৬, ২০২৪

টি২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া থেকে ১০টি সমুদ্র পথে পাড়ি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া থেকে ১০টি সমুদ্র পথে পাড়ি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে

ক্রিকেটের প্রসারের জন্য এবছর টি২০ ভেনু হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে আইসিসি। অথচ মার্কিন মুলুকে সেভাবে ক্রিকেটের পরিকাঠামো নেই। বিশ্বকাপ শুরু হতে মাসখানেক বাকি। এখনও তৈরি হয়নি নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। যদিও চিন্তার কিছু নেই। বিশ্বকাপের আগেই তৈরি হয়ে যাবে এই ‘‌অস্থায়ী’‌ স্টেডিয়াম।
অলিম্পিক কিংবা ফুটবল বিশ্বকাপের সময় অস্থায়ী স্টেডিয়াম তৈরি করার বিষয়টা দেখা গেছে। কিন্তু বিশ্বকাপ আয়োজনের জন্য অস্থায়ী স্টেডিয়াম এই প্রথম। টি২০ বিশ্বকাপ উপলক্ষ্যে নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে তৈরি হচ্ছে নতুন স্টেডিয়াম। স্টেডিয়ামের অধিকাংশ পরিকাঠামোই অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছে। যে পরিকাঠামোগুলো স্থানান্তরযোগ্য। অর্থাৎ বিশ্বকাপ শেষ হলে স্টেডিয়াম ভেঙে পরিকাঠামোগুলো অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। এই স্টেডিয়ামে যে গ্যালারি তৈরি করা হচ্ছে, তার একটা অংশ গতবছর লাস ভেগাস গ্রাঁ প্রিঁ ফর্মুলা ওয়ানে ব্যবহার করা হয়েছিল।
শুধু গ্যালারির অংশই নয়, পিচও বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে। ১০টি পিচ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে। প্রায় ২২ হাজার ৫৩০ কিলোমিটার রাস্তা পাড়ি দিচ্ছে বিশ্বকাপের পিচ। অ্যাডিলেড থেকে জাহাজে করে নিয়ে যাওয়া হয়েছে ফ্লোরিডায়। তারপর সেখান থেকে সড়কপথে নিউইয়র্কে। পিচগুলো যে ট্রেতে স্থাপন করা হয়েছে, সেই ট্রেগুলি এবছর জানুয়ারিতে কনটেইনারে ভরে জাহাজে করে অ্যাডিলেড থেকে ফ্লোরিডা নিয়ে যাওয়া হয়েছে। তারপর উষ্ণ আবহাওয়ায় রেখে দেওয়া হয়েছে। ফ্লোরিডা থেকে সড়কপথে চূড়ান্ত গন্তব্যে পৌঁছবে পিচগুলো।
এই ড্রপ–ইন পিচগুলো তৈরি করছেন অ্যাডিলেড ওভালের কিউরেটর ড্যামিয়েন হোউ। গত বছর অক্টোবর থেকে তিনি ১০টি পিচ তৈরির কাজ শুরু করেন। প্রাথমিকভাবে পিচগুলি ট্রেতে বসানো হয়। প্রতিটি পিচকে ভাগ করা হয়েছে দুটি ট্রেতে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেসবলের মাঠগুলিতে যেরকম মাটি থাকে, সেইরকম মাটি ব্যবহার করেই পিচগুলো তৈরি করা হয়েছে। একটা নির্দিষ্ট ধরনের ঘাসও আছে, যে ঘাসগুলো উষ্ণ আবহাওয়া বেঁচে থাকবে এবং রোলিং করার উপযোগী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!