- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৪, ২০২৩
নেপালে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৫.৮। প্রভাব ভারতেও

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। উৎসস্থল নেপাল হলেও উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও দিল্লির বহু জায়গাতেও কম্পনের প্রভাব অনুভুত হয়েছে। বড় ক্ষয় ক্ষতির কোনো খবর আপাতত নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার দুপুরে ২ টো ২৮ মিনিট ৩১ সেকেন্ডে । ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। মাত্র ২৫ সেকেণ্ড স্থায়ী হয়েছিল কম্পন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম নেপালে। জায়গাটি উত্তরাখণ্ডের পিথোরগড় থেকে মাত্র ১৪৮ কিলোমিটার দূরে। যে জায়গায় ভূমিকম্প হয় সেখান থেকে যোশীমঠ মাত্র ২১২কিমি দূরে অবস্থিত। তবে আশংকা থাকলেও যোশীমঠে কম্পনের প্রভাব অনুভূত হয়নি। তবে যোশীমঠে না হলেও উত্তরাখণ্ডের হলদওয়ানিতে কম্পন অনুভব করেছেন সাধারণ মানুষ। রাজধানী দিল্লি নয়ডা সহ একাধিক জায়গায় মাটি কেঁপে ওঠে। বহু মানুষ দিল্লিতে আতংকে বাইরে বেরিয়ে আসেন। অনেকেই দাবি করতে থাকেন জোরালো কম্পন অনুভূত হয়েছে। নিজেদের দাবির সমর্থনে একাধিক ভিডিও তাঁরা সামাজিক প্রচারমাধ্যমে পোষ্ট করেন। উত্তরপ্রদেশে রায়বরেলি, গোরখপুর, লখনউ; হরিয়ানার পানিপথ প্রভৃতি জায়গাতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
বস্তুত, নেপাল পার্বত্য এলাকা। নবীন ভঙ্গিল পর্বতমালা হিমালয়ের অবস্থানের কারণে এখানে ভূমিকম্প হওয়াটা খুব বিচিত্র কোনো ব্যাপার নয়। উত্তর ভারত পার্শ্ববর্তী হওয়ায় এখানেও তাঁর প্রভাব অনুভূত হয়। ২০১৫ সালে ৭.৮ মাত্রার কম্পনে ভয়াবহ বিপর্যয়ে সম্মুখীন হয়েছিল নেপাল। প্রায় ৯,০০০ মানুষের মৃত্যু হয়েছিল। ১০ লক্ষ বাড়িঘরের ক্ষতি হয়েছিল।বাদ যায়নি ভারতও। তবে ভারতে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা সে বার ঘটেনি।
❤ Support Us