Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ২, ২০২৩

ভোরবেলা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেঁপে উঠল ভূমিকম্পে, ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোরবেলা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেঁপে উঠল ভূমিকম্পে, ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫

বুধবার কাক ভোরে ভূমিকম্পে কাঁপল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে কম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। তবপ এখনও অবধি প্রাণহানি বা বড় রকমের ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

এ দিন ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। বেশ কিছুক্ষণ স্থায়িত্ব ছিল সেই কম্পনের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভোরবেলা অনেকেই যখন ঘুমিয়ে তখন এই ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন দ্বীপপুঞ্জের স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। চারিদিক থেকে সমুদ্রে বেষ্টিত থাকায় সুনামির আতঙ্ক ছাড়ায়। তবে প্রশাসন বা ভূমিকম্প নির্ণায়ক কেন্দ্রগুলির তরফে এখনও অবধি সুনামির কোনও সতর্কতা জারি করেনি। এখনও অবধি কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। বেলা বাড়লে এলাকা পরিদর্শন করে পরিস্থিতির পর্যালোচনা করা হবে প্রশাসনের তরফে।

গত ২০২২ থেকেই ঘনঘন ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। এর আগে, গত ২১ জুলাই ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের জয়পুরে। আধ ঘণ্টার মধ্যে তিনবার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। তার আগে ১৮ জুলাই জম্মু-কাশ্মীরে জোড়া ভূমিকম্প অনুভূত হয়। ১৬ জুলাই বাংলাদেশে ভূমিকম্পের জেরে অসম সহ উত্তর-পূর্ব ভারতের একটি বড় অংশে কম্পন অনুভূত হয়।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!