Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৪, ২০২৪

২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন দেবজিৎ মজুমদার, ডুরান্ডের প্রস্তুতি শুরু কুয়াদ্রাতের

আরম্ভ ওয়েব ডেস্ক
২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন দেবজিৎ মজুমদার, ডুরান্ডের প্রস্তুতি শুরু কুয়াদ্রাতের

আবার লালহলুদে ফিরলেন অভিজ্ঞ বাঙালী গোলকিপার দেবজিৎ মজুমদার। বুধবারই তাঁর সঙ্গে চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। ২ বছরের চুক্তিতে চুক্তিতে পুরনো ক্লাবে ফিরলেন দেবজিৎ।
পুরনো দলে ফিরে খুশি এই অভিজ্ঞ বাঙালী গোলকিপার। বুধবার ইস্টবেঙ্গলের অনুশীলনেও নেমে পড়েছেন। লালহলুদের চুক্তিপত্রে সই করার পর দেবজিৎ বলেন, ‘‌ইস্টবেঙ্গলে যোগ দেওয়াটা আমার কাছে ঘরে ফেরার মতোই। আমার ফুটবলজীবনে প্রথম বড় ক্লাব ইস্টবেঙ্গল। এই ক্লাবের জার্সির সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। আমার ওপর ভরসা রাখার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কোচ কার্লেস কুয়াদ্রাতকে ধন্যবাদ জানাই।’‌
দেবজিৎকে পেয়ে খুশি লালহলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতও। এক বার্তায় তিনি বলেছেন, ‘‌দেবজিৎ অভিজ্ঞ গোলকিপার। ২০১৬ সালে যখন এদেশে কোচিং করাতে আসি, তখন থেকেই ওকে চিনি। দীর্ঘদিন ধরে আই লিগ, আইএসএলে ধারাবাহিকভাবে ভাল পারফরমেন্স করেছে। ওকে পেয়ে গোলকিপার বিভাগ আরও শক্তি শক্তিশালী হল।’‌
এদিকে, মঙ্গলবার মাঝরাতে কলকাতায় পৌঁছেই বুধবার থেকেই ফুটবলারদের নিয়ে মাঠে নেমে পড়েন কুয়াদ্রাত। সন্ধেয় রাজারহাটের ফেডারেশন মাঠে ১৭ জন ফুটবলারকে নিয়ে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দিলেন। প্রথম দিনের অনুশীলনে দেবজিৎও হাজির ছিলেন। বিদেশি ফুটবলারদের মধ্যে ছিলেন সল ক্রেসপো ও ক্লেইটন সিলভা। ভিসা সমস্যার জন্য তিন বিদেশি এখনও এসে পৌঁছননি। কয়েকদিনের মধ্যেই তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। ভারতীয় দলে থাকা ফুটবলাররা ৮ জুলাই অনুশীলনে যোগ দেবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!