Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৯, ২০২৪

যুব ফুটবল লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫ গোল মোহনবাগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
যুব ফুটবল লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫ গোল মোহনবাগানের

সপ্তাহখানেক আগে আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান। বড়দের মতো ছোটদের ডার্বিতেও দাপট সবুজমেরন ব্রিগেডের। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপেন্ট লিগে ইস্টবেঙ্গলকে ৫–‌১ গোলে উড়িয়ে দিল মোহনবাগানের যুব ব্রিগেড। জোড়া গোল সুহেল বাটের। ১টি করে গোল করেন শিবাজিৎ, টাইসন, দীপেন্দু বিশ্বাসের। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন আমন সিকে।
ম্যাচের শুরুটা দেখে মনে হয়নি ৫ গোল হজম করতে হবে ইস্টবেঙ্গলকে। সেটপিসেই বাজিমাত করে গেছে মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল। আইএসএলে নজরকাড়া সায়ন ব্যানার্জিকে শুরু থেকেই নামিয়েছিল ইস্টবেঙ্গল। আমন সিকে, গুনরাজ সিংয়ের সঙ্গে সায়ন ব্যানার্জি একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে মোহনবাগান রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখছিলেন।
ম্যাচে প্রথম সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলেরই সামনে। ৬ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। গুনরাজ সিংয়ের দুরন্ত ফ্রিকিক পোস্টে লেগে ফিরে আসে। এরপর আস্তে আস্তে ম্যাচের রাশ তুলে নেয় মোহনবাগান। ২৩ মিনিটে এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে ফ্রিকিকে গোল করেন শিবাজিৎ। প্রথমার্ধের শেষ মুহূর্তে সেই ফ্রিকিক থেকেই ২–০ করেন টাইসন।
দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের দাপট ছিল। ৪৯ মিনিটে শিবাজিতের ফ্রিকিক থেকে হেড করেছিলেন সুহেল বাট। বল  ইস্টবেঙ্গল গোলকিপার রণিত সরকারের হাত থেকে বেরিয়ে আসে। ফিরতি বল জালে পাঠান সুহেল। ৬৬ মিনিটে হেডে নিজেদ দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি। ৮৩ মিনিটে শিবাজিতের কর্নারে হেডে ৫–‌০ করেন দীপেন্দু। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে ইস্টবেঙ্গলের হয়ে সান্তনা গোলটি করেন আমন সিকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!