Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৯, ২০২৪

বেজে গেল ডার্বির দামামা, ১০ জুলাই টিকিট বিক্রি শুরু, বিনামূল্যে খেলা দেখার সুযোগ দুই ক্লাবের সদস্যদের

আরম্ভ ওয়েব ডেস্ক
বেজে গেল ডার্বির দামামা, ১০ জুলাই টিকিট বিক্রি শুরু, বিনামূল্যে খেলা দেখার সুযোগ দুই ক্লাবের সদস্যদের

১৩ জুলাই কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মাঠে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। চারদিন আগেই বেজে গেল ডার্বির দামামা। লিগের ডার্বি কোন মাঠে হবে, তা নিয়ে একসময় অনিশ্চয়তা ছিল। তাই ডার্বির দিন চূড়ান্ত করলেও মাঠ ঘোষণা করতে পারেনি আইএফএ। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, না যুবভারতী ক্রীড়াঙ্গন, এই নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে ডার্বির মাঠ চূড়ান্ত করে ফেলল আইএফএ। যুবভারতী ক্রীড়াঙ্গনেই হবে মরশুমের প্রথম ডার্বি।
ম্যাচ আয়োজনের জন্য ইতিমধ্যেই পুলিশের অনুমতি পেয়ে গেছে আইএফএ। যদিও রাজ্য সরকারের অনুমতি এখনও আসেনি। দু–একদিনের মধ্যেই চলে আসবে। ১৩ জুলাই যুবভারতীর মাঠ পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মঙ্গলবারের মধ্যেই বিষয়টি মিটে যাবে। তবে নৈশালোকে নয়, ১৩ জুলাই দুপুর ৩.‌১৫ মিনিটে ডার্বি অনুষ্ঠিত হবে। ১০ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ গ্যালারির টিকিটের দাম করা হয়েছে ১০০ ও ১৫০। ভিভিআইপি টিকিটের দাম ১২০০। ভিআইপি টিকিটের দাম ৫০০। তবে দুই প্রধানের সদস্যরা বিনামূল্যে খেলা দেখতে পারবেন।
আইএসএল খেলা দু–একজন বাদে, কলকাতা লিগে দুই প্রধানই জুনিয়র ফুটবলারদের খেলাচ্ছে। তবে ডার্বিতে সম্মান বাঁচানোর কথা মাথায় রেখে দুই প্রধানই কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলাতে পারে। ডার্বির ড্রেস রিহার্সাল ভালভাবে সেরে নিয়েছে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে হারিয়েছে জর্জ টেলিগ্রাফকে। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে রেনবো এপসি–র বিরুদ্ধে ২ গোলে এগিয়ে গিয়েও ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। ডার্বিতে দীপেন্দু কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলাতে পারেন কোচ ডেগি কার্ডোজো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!