Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২০, ২০২৫

দুরন্ত শতরান সন্দীপন দাসের, পি সেন ট্রফি জিতল ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত শতরান সন্দীপন দাসের, পি সেন ট্রফি জিতল ইস্টবেঙ্গল

সাম্প্রতিককালে বাংলার ক্লাব ক্রিকেটে সবচেয়ে সফল কোচের নাম কী ?‌ চোখ বন্ধ করে আব্দুল মুনায়েমে নাম উঠে আসবে। একসময় ভবানীপুরের মতো ক্লাবকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন। ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েও সাফল্য অব্যাহত। আব্দুল মুনায়েমের কোচিংয়েই পি সেন ট্রফি জিতল ইস্টবেঙ্গল। একপেশে ফাইনালে মহমেডানকে উড়িয়ে দিয়েছে ১৭৭ রানে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইস্টবেঙ্গল ব্যাটারদের। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রানের বিশাল স্কোর খাড়া করে ইস্টবেঙ্গল। ১১৭ বলে ১০১ রানের দুরন্ত ইনিস খেলেন সন্দীপন দাস। অমিতোজ সিং ৪২ বলে করেন ৬৫। ৭১ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন অগ্নিভ পান। মহেডানের হয়ে নীলকন্ঠ দাস ও তৌফিক আমেদ ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ৩৪০ রানের বিশাল টার্গেট দেখে শুরুতেই চাপে পড়ে যান মহমেডান ব্যাটাররা। তার ওপর অয়ন ভট্টাচার্যর দুরন্ত বোলিং। দুটো চাপ একসঙ্গে সামলাতে পারেননি মহমেডান ব্যাটাররা। ২৯.‌৩ ওভারে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় মহমেডান। একজন ব্যাটার ব্যাট করতে নামেননি। মহমেডানের হয়ে একা লড়াই করেন ললিত যাদব। ৫৪ বলে তিনি করেন ৪৭।

ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত বোলিং করে ৪ উইকেট তুলে নেন অয়ন ভট্টাচার্য। ২টি করে উইকেট নেন সুমিত কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল। ম্যাচের সেরা হয়েছেন সন্দীপন দাস।

চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ আব্দুল মুনায়েম। ক্লাব ক্রিকেটে এত সাফল্য এনে দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত বাংলার কোনও দলে কোচিংয়ের দায়িত্ব দেয়নি সিএবি। অথচ, অরিন্দম দাস, সৌরভ সরকাররা বহাল তবিয়তে বাংলার বয়সভিত্তিক দলে কোচিং করিয়ে যান। বয়সভিত্তিক দল থেকে প্রতিভা উঠে না আসায় সিনিয়র পর্যায়ে ভাল ক্রিকেটারের অভাব চোখে পড়ছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!