Advertisement
  • বৈষয়িক
  • মে ২৬, ২০২২

মন্দার শঙ্কা বাজারে, উদ্বেগ অর্থনীতিবিদদের

একাধিক সমীক্ষা বলছে, ভারতে এই মুহূর্তে, নাগরিকদের বড়ো অংশের মাসিক উপার্জনের হার উদ্বেগের

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্দার শঙ্কা বাজারে, উদ্বেগ অর্থনীতিবিদদের

মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব, অর্থনীতির অঙ্কে এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা বাড়লে অপরটা কমবে গাণিতিক নিয়মেই। কিন্তু উপমহাদেশে এখন উলটপূরাণ, তাই নিয়েই তীব্র আশঙ্কায় অর্থনীতির বিশেষজ্ঞরা।

বিশ্ব বৈষম্য রিপোর্ট ২০২২ ( World Inequality Report) এর নিরিখে ভারতের স্থান বেশ তলায়। কোভিড পরিস্থিতি এবং পরবর্তী সময়ে রুশ ইউক্রেন যুদ্ধ আঁচে বাজারে যোগান শৃঙ্খল সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত। ফলে প্রতিনিয়তই বাড়ছে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। কমেছে রোজগার। অক্সফাম সহ একাধিক সমীক্ষা বলছে, ভারতে এই মুহূর্তে, নাগরিকদের বড়ো অংশের মাসিক উপার্জনের চেহারা ভয়ঙ্কর খারাপ। জাতীয় আয়ের ২২ শতাংশ উপভোগ করেন দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ । আর্থিক রোজগারের ভিত্তিতে দেশের মাত্র ১০ শতাংশের হাতে রয়েছে ৫৭ শতাংশ সম্পদ । অন্যদিকে দেশের ৫০ শতাংশ মানুষের হাতে জাতীয় আয়ের মাত্র ১৩ শতাংশ গিয়ে পৌঁছোয় । ফলে দেশজুড়ে বাড়ছে ভয়ঙ্কর বৈষম্য । অর্থনৈতিক সমীক্ষা বলছে, মাসিক রোজগারের পাঁচ হাজার বা তার নীচে এরকম নাগরিকদের সংখ্যা ক্রমশই বাড়ছে ।

দীর্ঘদিন ধরেই বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিকনীতির তীব্র সমালোচনা করছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা । সম্প্রতি বিশ্বব্যাঙ্কের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ, করনেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক বসু উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিশ্বজুড়েই মু্দ্রাস্ফীতির হার বাড়ছে, ফলে শুধুমাত্র ভারতকে এবিষয়ে চিহ্নিত করা ঠিক হবে না, তবে বেলাগাম মূল্যবৃদ্ধিকে আটকাতে অবিলম্বে সরকার উদ্যোগী না হলে বেকারত্বের হার আরও বাড়বে । বিশ্বব্যাঙ্কের তালিকা অনুযায়ী বেকারত্বের নিরিখে ভারত এখন বিশ্বে প্রথম পাঁচে । ১৯-২০ সালে ভারতে উপর্জনশীলদের মধ্যে শতকরা ৪৬ জন ছিলেন স্ব-নির্ভর । বেতনভোগীদের সংখ্যা ছিল ৩৩.৫ শতাংশ । অসংগঠিত শ্রমের বিনিময়ে উপর্জনের হার ছিল ২০.৭১%। বর্তমানে স্ব-নির্ভর অংশটিই রোজগারের ভিত্তিতে সবথেকে পিছিয়ে পড়া অংশ। যাদের মধ্যে কাজ হারিয়েছেন প্রায় ১০% । ফলে ছোট ছোট উৎপাদকদের আর্থিক সাহায্য দিয়ে উৎপাদন বাড়াতে সহায়তা না করলে বেকারত্বের হার আরও বাড়বে। সরকারি আর্থিক সহায়তা দিয়ে অসংগঠিত ক্ষেত্রকে উজ্জীবিত করলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।


❤ Support Us
error: Content is protected !!