Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২, ২০২৪

কালীঘাটের কাকু কেন এসএসকেএম হাসপাতালে? জানতে চেয়ে হাইকোর্টে বিজেপি, সুনানি ৪ জানুয়ারি

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীঘাটের কাকু কেন এসএসকেএম হাসপাতালে? জানতে চেয়ে হাইকোর্টে বিজেপি, সুনানি ৪ জানুয়ারি

কলকাতা হাইকোর্টে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে নালিশ জানাল বিজেপি। অভিযোগ, গুরুতর অসুস্থ না হয়েও এসএসকেএম হাসপাতালে শয্যা দখল করে রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। কলকাতা হাইকোর্ট এই মামলার সব পক্ষকে নোটিস দিতে বলেছে। আইনজীবী নীলাদ্রি সাহা মঙ্গলবার এ নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি জানান, বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতিতে ইডি তাঁকে গ্রেফতার করে। একটি অডিয়ো ইতিমধ্যেই ইডির হাতে এসেছে। অডিয়োর কণ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্রের কি না তা জানতে সব রকম চেষ্টা চালাচ্ছে ইডি। কিন্তু কোনওভাবেই তা আর হয়ে উঠছে না। ইডির দাবি, যখনই কাকুর কণ্ঠের নমুনা পরীক্ষার পরিস্থিতি তৈরি হচ্ছে, তখনই হয় এসএসকেএম থেকে কোনও জটিলতা তৈরি করা হচ্ছে কিংবা সুজয়কৃষ্ণ ভদ্র নিজে অসুস্থ হয়ে পড়ছেন। এই বিষয়টি তারা আদালতেও জানিয়েন।

এদিকে প্রথম থেকেই বিজেপি কালীঘাটের কাকুর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলে চলেছে। এতদিন ধরে তিনি ঠিক কোন রোগে ভুগছেন, তা জানতে চান সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। ইতিমধ্যেই কাকুর স্বরবদলের চেষ্টার একটা অভিযোগও সামনে এসেছে বিরোধী শিবিরগুলির তরফে।

আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, কালীঘাটের কাকুর ভোকাল কর্ডে একটা অস্ত্রোপচার হয়েছে বলে শুনছি। গলার স্বর বদলের চেষ্টা চলছে। তাই এসএসকেএমে রাখা হয়েছে সুজয়কৃষ্ণকে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও বলেছিলেন, “এসএসকেএম হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার নাম করে তাঁর গলার স্বর পাল্টানো হচ্ছে।”

এর আগেই ইডি কলকাতা হাইকোর্টে  সুজয়কৃষ্ণ ভদ্রর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কণ্ঠস্বরের নমুনা নেওয়ার আগের দিনই কাকুকে এসএসকেএম আইসিইউয়ে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জানায় ইডি। তারা বলে, “অসুস্থতা আসলে বানানো গল্প। উনি সুস্থ আছেন।” এবার এই বিষয়টি নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!