Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৪

চতুর্থবার তলব ইডির । কেজরিওয়ালকে গ্রেফতারির ষড়যন্ত্র, অভিযোগ আপ নেতৃত্বের

আরম্ভ ওয়েব ডেস্ক
চতুর্থবার তলব ইডির ।  কেজরিওয়ালকে গ্রেফতারির ষড়যন্ত্র,  অভিযোগ আপ নেতৃত্বের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় শনিবার ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী ১৮ জানুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এতো ঘনঘন ইডির তলবকে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির ষড়যন্ত্র বলেই মনে করছে আপ নেতৃত্ব।

গত ৩ জানুয়ারি একই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি তলব করেছিল, তাতে সাড়া দেননি অরবিন্দ কেজরিওয়াল। সেটা ছিল তাঁকে পাঠানো ইডির তৃতীয় সমন। সমনকে “বেআইনি” বলে দাবি করে সেবারের হাজিরায় তিনি যাননি। তখন আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছিল, শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই নিয়েই বারবার তলব করা হচ্ছে।

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। তাঁরা এখন জেলে। আপ সরকারের আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি।

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে অরবিন্দ কেজরিওয়ালের তৎপরতা বৃদ্ধির পরই তাঁর বিরুদ্ধে ইডির সক্রিয়তা বৃদ্ধিকে কেজরিওয়ালের গ্রেফতারির ষড়যন্ত্র  বলেই মনে করছে আপ আপ নেত্রী অতিশী মারলেনা। আপ নেতা রাঘব চাড্ডাও আগেই বলেছিলেন, কেজরিওয়ালকে গ্রেপ্তার করার ছক করছে বিজেপি, তাই ইডি সক্রিয় হচ্ছে। এই আবহেই শনিবার ইডির চতুর্থ সমন পৌঁছল অরবিন্দ কেজরিওয়ালের কাছে। এখন দেখার, ১৮ জানুয়ারি তিনি ইডির তলবে সাড়া দেন কি না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!