শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে গরু পাচার মামলার যোগ আছে, এই ধারণার থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের নিউটাউনের সিটি সেন্টার ২ এর কাছের একটি বাড়িতে ইডির হানা। এই বাড়ি থেকেই কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। ইডি আধিকারিকদের দাবি, রাজারহাটে কুন্তলের বেনামি ফ্লাটে ভাড়া নিয়ে থাকতেন গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের ভাগ্নে ! ভাড়া মেটানো নিয়ে তাঁর সঙ্গে কুন্তলের সমস্যা তৈরি হয়। এর পরই ফ্ল্যাটটি বিক্রি করে দেয় কুন্তল। বিপুল অঙ্কের সেই অর্থ কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল। তার তদন্তে ইডি আধিকারিকরা মঙ্গলবার কুন্তলের ওই ফ্ল্যাটে হানা দেয়। এনামুলের ভাগ্নের এই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকার বিষয়টি তাঁদের বেশি ভাবাচ্ছে।
এদিকে ইডির তরফে দাবি করা হচ্ছে, জেলবন্দি হওয়ার পরও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। সেই টাকার উৎস খুঁজতে খুঁজতে এবার গরু পাচারের সঙ্গে কুন্তলের যোগ থাকার বড়সড় ইঙ্গিত পেয়েছে ইডি ! তবে কি গরু পাচার ও শিক্ষক নিয়োগ দুর্নীতি একই সূত্রে বাঁধা? এই প্রশ্নের উত্তর এখন খুঁজছেন তদন্তকারীরা। মঙ্গলবার দুপুরে নিউটাউনে কুন্তল ঘোষের বেনামি ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এই ফ্ল্যাটের আসল মালিক কে, কে ভাড়া থাকতেন, সেসব বিষয়ে বেশ কিছু তথ্য তাঁদের হাতে এসেছে বলে ইডি সূত্রে খবর।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় ইতিমধ্যে জেলে রয়েছে এনামুল হক। কলকাতায় একাধিক প্রভাবশালীর সঙ্গে এনামুলের ওঠাবসা, আত্মীয়দের কাছে নিজের প্রভাব বিস্তারই শুধু নয়, তাঁদেরও যথেষ্ট অর্থবান হয়ে উঠতে সাহায্য করেছে এনামুল। এই সব কিছু বিবেচনা করে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গরু পাচার নিয়ে আর্থিক নয়-ছয়ের বিষয়টি একই সুতোয় বাঁধা রয়েছে বলে মনে করছেন ইডি তদন্তকারীরা। নিউটাউনে কুন্তলের ওই ফ্ল্যাট কে কিনেছেন? এখন কে থাকেন? কাদের যাতায়াত? এই সমস্ত বিষয় জানতে চান তাঁরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34