Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৩

পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর জেলা চিহ্নিত করতে জেলাশাসকদের নি্র্দেশ দিল কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর জেলা চিহ্নিত করতে জেলাশাসকদের নি্র্দেশ দিল কমিশন

অবশেষে পঞ্চায়েত নির্বাচনের পাঁচ দিন আগে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিতকরণের জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। রবিবার এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিব, আইনশৃঙ্খলা সহ পদস্থ প্রশাসনিক প্রধানদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বৈঠক ডেকেছিলেন। সোমবার জেলায় জেলায় কমিশনের তরফে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে তালিকা তৈরি করতে বলা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে যা জানা যাচ্ছে তাতে এখনো পর্যন্ত যে সমস্ত জেলাগুলিতে হিংসা, মারামারি, বোমাবাজি, গুলিচালনা, অগ্নিসংযোগ, প্রাণহানির মতো ঘটনা ঘটেছে, সেই সমস্ত জেলাগুলিকে স্পর্শকাতর বলে চিহ্নিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কমিশন এবং রাজ্য প্রশাসন।এই তালিকায় যে সমস্ত জেলাগুলোকে ধরা হচ্ছে তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, পুরুলিয়া ইত্যাদি জেলা গুলো রয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই সমস্ত জেলার জেলাশাসকদের ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে নির্দেশ পাঠিয়ে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে বলে দেওয়া হয়েছে।

এদিকে ভোট ঘোষণার পর থেকে ৩ জুলাই পর্যন্ত ২৪ দিনে রাজ্যে মোট ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্পত্তির ক্ষতি হয়েছে প্রচুর। আহত মানুষের সংখ্যা ও নেহাত কম নয়। তাই বিরোধীদের তরফে কমিশনের এই সিদ্ধান্তকে সমালোচনা করে বলা হচ্ছে,  অনেক হিংসা, প্রাণহানির ঘটনা ঘটার পর অবশেষে কমিশনের টনক নড়ল। তবে এতেও যে খুব একটা কাজ হবে তেমনটা মনে করছে না বিরোধীরা। মতে বুধ পাহারায় যদি রাজ্য পুলিশ থাকে তাহলে হিংসা কোনভাবেই রক্ষা সম্ভব নয়। সীমিত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিতে ভোট করা কিভাবে সম্ভব সেই প্রশ্ন বিরোধীরা তুলেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!