- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১৯, ২০২৪
২৪ ঘন্টার মধ্যেই আবার রাজ্যের ডিজিপি বদল, দায়িত্বে সঞ্জয় মুখার্জি
২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার বদল রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল। সোমবার রাজীব কুমারকে সরিয়ে রাজ্যের ডিজিপি পদে বিবেক সহায়কে বসিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। একদিনও নতুন পদে স্থায়ী হলেন না বিবেক সহায়। মঙ্গলবার তাঁর জায়গায় নতুন ডিজেপি করা হয়েছে সঞ্জয় মুখার্জিকে। আজ থেকেই তিনি দায়িত্ব নিচ্ছেন।
ECI appoints Sanjay Mukherjee as the new DGP of West Bengal. pic.twitter.com/Al6ehH1k9I
— ANI (@ANI) March 19, 2024
রাজ্য সরকারের কাছ থেকে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদের জন্য তিনজনের নাম চেয়েছিল নির্বাচন কমিশন। সরকার নির্বাচন কমিশনের কাছে তিনজনের নাম পাঠিয়েছিল। এই তিনজনের তালিকায় ছিলেন বিবেক সহায় সঞ্জয় মুখার্জি ও রাজেশ কুমার। তিনজনের মধ্যে থেকে বিবেক সহায়কে বেছে নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আজ রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে আবার চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানান, ডিজিপি পদে সঞ্জয় মুখার্জিকে বসাতে পারে রাজ্য। বিকেল পাঁচটার মধ্যে তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়। অন্যদিকে, সঞ্জয় মুখার্জি ১৯৮৯ সালের ব্যাচের আইপিএস। বিবেক সহায়ের মতো সিনিয়র অফিসারকে সরিয়ে সঞ্জয় মুখার্জির মতো জুনিয়র অফিসারকে দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে, ১ মে অবসর নেবেন বিবেক সহায়। আর ভোট প্রক্রিয়া চলবে জুন মাস পর্যন্ত। নির্বাচন কমিশন চাইছে, নির্বাচন প্রক্রিয়া চলা পর্যন্ত একজনই ডিজিপি পদে থাকুন।
কয়েকমাস আগে ডিজিপি পদে বসানো হয়েছিল রাজীব কুমারকে। নির্বাচনে যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে তাই সোমবারই ডিজিপি পদ থেকে সরানোর হয়েছিল রাজীব কুমারকে তাঁকে সরিয়ে কয়েক ঘণ্টার মধ্যে পরবর্তী ডিজিপি হিসেবে বিবেক সহায়ের নাম ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ডিজিপি পদ থেকে সরিয়ে রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দফতরে পাঠানো হয়েছে।
❤ Support Us