- বি। দে । শ বৈষয়িক
- জুলাই ১৭, ২০২৪
সদর দফতর সরছে এক্সের, নতুন ঠিকানা টেক্সাস

ইলন মাস্কের দুই সংস্থা এক্স ও স্পেস এক্সের সদর দফতর স্থানান্তর হতে চলেছে। টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন বুধবার জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া থেকে তাঁর দুই সংস্থার অফিস টেক্সাসে সরাচ্ছেন তিনি।
ক্যালিফোোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম একটি নতুন আইন স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে, স্কুল জেলাগুলিকে তাদের লিঙ্গ শনাক্তকরণের পরিবর্তন সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের অভিহিত করার ব্যাপারে বিধিনিষেধ জারি করেছে। ইলন মাস্ক সেই আইনের প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন। মাস্ক এই আইনকে দ্য লাস্ট স্ট্র বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, এই আইন তো বটেই, আরও অন্যান্য আইনের জন্য তিনি এখান থেকে সরে যাচ্ছেন।
ধনকুবের মাস্ক জানিয়েছেন, স্পেস এখন তার সদর দফতর হথরন থেকে টেক্সাসের স্টারবেসে সোরিয়ে নিয়ে যাবেন । তাঁর বক্তব্য, তিনি প্রায় এক বছর আগে গভর্নরকে এই আইনের বিষয়ে সচেতন করেন। তিনি বলেন, পরিবার ও সংস্থাগুলিকে ক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে বাধ্য করবে। তাঁর সংস্থার তরফে জানানো হয়েছে, এতে শহরে অপরাধের ঘটনা বেড়েছে। এমনকি তাঁর সংস্থার সদর দফতররেও অপরাধীদের আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে দফতর বদলের ঘটনা মাস্কের ক্ষেত্রে নতুন নয়। ২০২১ এ টেসলা কোম্পানিও ক্যালিফোর্নিয়া থেকে সদর দফতর টেক্সাসে সরিয়ে নিয়ে এসেছে। অফিস ছাড়াও নিজের বাড়ির ঠিকানাও এখন টেক্সাসেই বদল করছেন এই মার্কিন ধনকুবের।
❤ Support Us