- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৪, ২০২৪
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাইলস্টোনের মুখে দাঁড়ানো অ্যান্ডারসনকে বাইরে রেখেই নামছে ইংল্যান্ড
৭০০ উইকেট থেকে আর বেশি দূরে নেই ইংল্যান্ডের বর্ষীয়ান জোরে বোলার জেমস অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাইলস্টোনের মুখে দাঁড়িয়ে রয়েছেন। অথচ হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে জায়গা হচ্ছে না অ্যান্ডারসনের। তাঁকে ছাড়াই প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজ স্পিনারদের সাহায্য করবে। সে কথা মাথায় রেখেই মাত্র একজন জোরে বোলার ও তিনজন স্পিনার নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। ম্যাচের আগের দিনে প্রথম একাদশ ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। একমাত্র জোরে বোলার হিসেবে দলে রয়েছেন মার্ক উড। তিন স্পিনার রেহান আহমেদ, জ্যাক লিচ ও টম হার্টলি। ভারতের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে বাঁহাতি স্পিনার টম হার্টলির।
ইংল্যান্ড প্রথম টেস্টে তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেওয়ায় অ্যান্ডারসনের প্রথম একাদশে জায়গা হয়নি। অ্যান্ডারসনের প্রথম একাদশের বাইরে থাকার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছর জ্যাক লিচের সঙ্গে দুই স্পিনার টর্ড মারফি ও স্কট কুনেম্যানকে খেলানোয় সেই ম্যাচেও অ্যান্ডারসনকে প্রথম একাদশের বাইরে থাকতে হয়েছিল। অ্যান্ডারসনকে প্রথম একাদশের বাইরে রাখায় একজন জোরে বোলার নিয়ে খেলতে হচ্ছে ইংল্যান্ডকে। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন বেন স্টোকস। কিন্তু তিনি চোটের জন্য বোলিং করতে পারবেন না। শুধুমাত্র ব্যাটার হিসেবেই তাঁকে খেলতে হবে।
উইকেটকিপার হিসেবে প্রথম একাদশে ফিরেছেন বেন ফোকস। জনি বেয়ারস্টো প্রথম একাদশে থাকলেও তিনি শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলবেন। বাঁহাতি স্পিনার হার্টলির ভারতের বিরুদ্ধে অভিষেক হচ্ছে। ফলে ইংল্যান্ড যে তিনজন স্পিনার খেলাচ্ছে তাঁদের মধ্যে দুজনই অনভিজ্ঞ। রেহান আহমেদ আগে মাত্র একটা টেস্ট খেলেছেন। যদিও বাঁহাতি স্পিনার জ্যাক লিচের ৩৫টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন দেখার ভারতের বিরুদ্ধে হায়দরাবাদে অনভিজ্ঞ বোলিং নিয়ে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে ইংল্যান্ড।
❤ Support Us