- এই মুহূর্তে বি। দে । শ
- জুলাই ২২, ২০২৪
এরডোগানের হুমকি, প্রয়োজনে সাইপ্রাশে নৌ ঘাঁটি গড়ে তুলবে তুরস্ক। প্রধান বিরোধী দলের ঐক্য সমাবেশে আপ্লুত প্রেসিডেন্ট

তুরস্কের প্রেসিডেন্ট তায়েয়প এরডোগান হুমকি দিয়েছেন, প্রয়োজন হলে তাঁর দেশ সাইপ্রাসে নৌবাহিনীর ঘাঁটি গড়ে তুলবে। ৫০ বছর আগে তুরস্কের সেনা অবিভক্ত দ্বীপপুঞ্জ আক্রমণ করে। এর পর থেকে গ্রিসের সঙ্গে সাইপ্রাস নিয়ে তুরস্কের মনোমালিন্য চলছে । অবসান হয়নি।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদুলু এরডোগানের উদ্ধৃতি উল্লেখ করে বলেছে, গত শনিবার উত্তর সাইপ্রাস সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট। তখন তিনি অভিযোগ করেছেন, সাইপ্রাসে গ্রিস নৌ ঘাঁটি গড়ার চেষ্টা করছে। আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং সাইপ্রাসের যে অংশ আমাদের দখলে রয়েছে, সেখানে নৌবাহিনী মজুত রাখব। ঘাঁটি গড়ব।
১৯৭৪ সালে , তুরস্ক সাইপ্রাসের বিস্তৃত এলাকা দখল করে নেয় এবং ওখানকার ১৬০,০০০ গ্রিকদের দক্ষিণাংশে জোর করে পাঠিয়ে দেয়। তখন থেকে জাতিবিদ্বেষ সীমান্তের দু পারে ছড়িয়ে আছে। রাষ্ট্রপুঞ্জ রক্ষীবাহিনী পাঠাতে বাধ্য হয়। শনিবার প্রেসিডেন্ট এরডোগান উত্তর নিকোসিয়ায় সামরিক তুরস্কের প্যারেডে উপস্থিত হয়ে বলেছেন, আমরা আমাদের অধিকৃত এলাকায় প্রয়োজন হলে নৌ ঘাঁটি গড়ে তুলব।
বিভক্ত সাইপ্রাস ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়, নাকচ করে রাষ্ট্রপুঞ্জের পরিকল্পনা । শনিবার এরডোগান যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার প্রস্তাব উড়িয়ে দিয়ে বলেছেন, এ বিষয়ে আলোচনার কোনো মানে হয়না। নতুন করে বৈঠকও সম্ভব নয়।
তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি আয়োজিত তুরস্কের ঐক্য সমাবেশকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট এরডোগান। তুরস্ক প্রায় দ্বিখণ্ডিত দ্বীপের উত্তরাংশে নৌঘাঁটি সত্যি যদি গড়ে তোলে, তাহলে গ্রিস তুরস্কের সম্পর্ক অন্যদিকে মোড় নেবে।
❤ Support Us