Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৪, ২০২৩

সংসদের প্রথম দিনে জমা পড়ল না মহুয়াকে নিয়ে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট। শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে সাতটি বিল

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদের প্রথম দিনে জমা পড়ল না মহুয়াকে নিয়ে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট। শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে সাতটি বিল

সোমবার সংসদে জমা পড়ল না সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গঠিত এথিক্স কমিটির রিপোর্ট। তবে তালিকায় এই রিপোর্ট জমা পড়ার কথা ছিল।সোমবার ওই রিপোর্ট সংসদে কেন জমা দেওয়া হল না, তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি।

তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে। এই  অভিযোগের প্রেক্ষিতে তৈরি হয়েছিল লোকসভার এথিক্স কমিটি। সোমবারই মহুয়ার বিষয়ে সংসদে রিপোর্ট পেশ করার কথা ছিল। মহুয়ার বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই অভিযোগ করেছিলেন। নিশিকান্ত দুবেই তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, সোমবার সংসদে একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। গণতন্ত্রের সম্পর্কে দেশের মানুষের ধারণা বদলে যাবে। সোমবার সংসদের অধিবেশনের তালিকাও নাম ছিল এথিক্স কমিটির এই তদন্তের বিষয়টির রিপোর্ট পেশ হবে বলে। তবে শেষ পর্যন্ত সোমবার এথিক্স কমিটির সেই রিপোর্ট পেশ করা হল না সংসদে।

সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হল। অধিবেশন চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। শীতকালীন এই অধিবেশনে নরেন্দ্র মোদি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি বিল পাশ করাতে চাইছে। তার মধ্যে অন্যতম হল ফৌজদারি দণ্ডবিধি সংশোধনী বিল। এ ছাড়া মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত বিলও এই অধিবেশনে পাশ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তবে তাড়াহুড়ো করে ফৌজদারি দণ্ডবিধি সংশোধনী বিল এই অধিবেশনে পাশ না করাবার জিন্য ইতিমধ্যেই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়েছেন। এই বিলটি নিয়ে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার।

মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতেই এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। নানা সূত্রে ইতিমধ্যে জানা গিয়েছে, এথিক্স কমিটি মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে।

নিয়ম হল এই রিপোর্ট লোকসভার অধিবেশনে পেশ করার পর সেটির উপরে আলোচনা হতে পারে অথবা সরাসরি ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাশ করানো যায়। সংসদে আলোচনার তালিকায় রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি থাকায় পর্যবেক্ষকরা মনে করেছিলেন, সোমবারই এই প্রস্তাব পাশ করিয়ে মহুয়ার সদস্যপদ খারিজ করে দেওয়া হবে।

মহুয়াকে বহিষ্কারের প্রস্তাব এমন একটা সময় লোকসভায় পেশ হতে চলেছে যখন বিজেপি শুধুমাত্র সংখ্যায় এগিয়ে তাই নয়, চার রাজ্যের ভোটের রেজাল্টের পর তারা যথেষ্ট চড়া মেজাজে আছে।

কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মহুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। অধিকাংশ বিরোধী দল মহুয়ার সাজার বিরুদ্ধে মুখ খুলেছে। এখন দেখার এথিক্স কমিটি সংসদে কবে রিপোর্ট পেশ করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!