- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৪, ২০২৪
প্রতিশোধের ম্যাচে রক্ষণ–আক্রমণ, দুটোই ভাবাচ্ছে হাবাসকে
আইএসএলে টানা ৪ ম্যাচের ব্যর্থতা কাটিয়ে আগের ম্যাচে জয়ে ফিরেছে মোহনবাগান সুপার জায়ান্টস। আজ অ্যাওয়ে ম্যাচে সামনে এফসি গোয়া। ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে গোয়ার বিরুদ্ধে মাঠে নামছে সবুজমেরুণ ব্রিগেড। প্রথম পর্বের ম্যাচে গোয়ার কাছে হারতে হয়েছিল জুয়ান ফেরান্দোর মোহনবাগানকে। এবার আন্তোনীয় হাবাসের কাছে প্রতিশোধের ম্যাচ। লক্ষ্য ৩ পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলে ভাল জায়গায় পৌঁছনো।
গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগের দিন আবার ধাক্কা খেয়েছে মোহনবাগান। ডার্বিতে চোট পাওয়া আনোয়ার আলি ক্রমশ ফিট হয়ে উঠছিলেন। মঙ্গলবার আবার নতুন করে চোট পেয়েছেন। তাঁকে ও চোট পাওয়া আর এক ডিফেন্ডার ব্রেন্ডন হামিলকে ছাড়াই গোয়ার বিরুদ্ধে দল সাজাতে হবে হাবাসকে। মোহনবাগান রক্ষণের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিপক্ষে মার্টিনেজ, সাদাউইয়ের মতো স্ট্রাইকাররা রয়েছেন। বিশেষ করে দ্রুত গতির মার্টিনেজ বিপক্ষ রক্ষণের কাছে রীতিমতো ত্রাস।
একদিকে যেমন রক্ষণ নিয়ে সমস্যা আছে, তেমনই স্ট্রাইকারদের ব্যর্থতাও ভাবাচ্ছে হাবাসকে। হায়দরাবাদ ম্যাচে জিতলেও একগুচ্ছ গোল নষ্ট করেছেন কামিংস, পেত্রাতোসরা। তবে হাবাসের কাছে ভরসা লিস্টন কোলাসো, আর্মান্দো সাদিকুদের দলে ফেরা। এতে আক্রমণভাগ আরও শক্তিশালী হবে, সেকথা বলার অপেক্ষা রাখে না। তবে মোহনবাগানের সুবিধা গোয়ার রক্ষণের সেরা স্তম্ভ সন্দেশ ঝিংঘান চোটের জন্য খেলতে পারবেন না। ইস্টবেঙ্গল থেকে যোগ দেওয়া বোরহা হেরেরাও কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না।
গোয়ার কাছে প্রথম পর্বের হার মাথায় রাখছেন না হাবাস। তিনি বলেন, ‘প্রথম পর্বে কী ফল হয়েছে, তা আমার কাছে অতীত। এটা সম্পূর্ণ নতুন ম্যাচ। গোয়া চাইবে পুরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকতে। আমাদের সতর্ক থাকতে হবে। হায়দরাবাদ ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি হয়েছিল। অনেক মিস হয়েছিল। গোয়ার বিরুদ্ধে সুযোগ নষ্ট করলে তার খেসারত দিতে হতে পারে। ফুটবলারদের বলেছি, একটা সুযোগ পেলে সেটাই কাজে লাগাতে হবে।’
❤ Support Us