- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৩১, ২০২৩
চুম্বন বিতর্কে জড়িয়ে পড়া রুবিয়ালেসকে ৩ বছরের জন্য নির্বাসিত করল ফিফা
মহিলা বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে চুম্বন বিতর্কে জড়িয়ে পড়া স্পেনের ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেসকে ৩ বছরের জন্য নির্বাসিত করল ফিফা। এই ৩ বছর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল সংক্রান্ত কোনও কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না রুবিয়ালেস।
ফিফার এক পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হযেছে, ‘স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেসকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল সংক্রান্ত সবরকম কার্যকলাপ থেকে ৩ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। রুবিয়ালেস ফিফার আচরণবিধির ১৩ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। তিনি ফিফার আপিল কমিটিতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন।’
এবছর ২০ আগষ্ট সিডনিতে মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের স্ট্রাইকার হেনি হারমোসোর জড়িয়ে ধরে চুম্বন করেন রুবিয়ালেস। এই ঘটনার জন্য তীব্র সমালোচিত হন তিনি। হারমোসো পরে অভিযোগ করেন, তাঁর সম্মতি ছাড়াই চুম্বন করেছিলেন রুবিয়ালেস। তাঁর চুম্বন কান্ড নিয়ে স্প্যানিশ ফুটবলমহলে তোলপাড় শুরু হয়।
রুবিয়ালেসকে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়। বিতর্কের শুরুতে পদত্যাগ করতে চাননি। কিন্তু ফিফা অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করার পর হস্তক্ষেপ করে স্প্যানিশ সরকার এবং হারমোসোও আদালতে মামলা করেন। এরপর পদত্যাগ করেন ৪৬ বছর বয়সী রুবিয়ালেস।
ফিফার আচরণবিধির ১৩ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে রুবিয়ালেসকে নিষিদ্ধ করেছে ফিফা। সোশ্যাল মিডিয়ায় রুবিয়ালেস বলেছেন, এই নির্বাসনের বিরুদ্ধে তিনি আবেদন করবেন। ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘সত্যকে তুলে ধরার চেষ্টা করব। এবং সুবিচারের জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব।’
❤ Support Us