- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৯, ২০২২
সুইসদের হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল নেইমারহীন ব্রাজিল

সার্বিয়ানদের পর সুইস বধ। সুইজারল্যান্ডকে ১–০ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় পৌঁছে গেল ব্রাজিল। নেইমার, দানিলোদের ছাড়াই দাপুটে জয় ব্রাজিলের। ম্যাচের প্রথমার্ধ ছিসল গোলশূন্য। ম্যাচের ৮৩ মিনিটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। অসংখ্য সুযোগ নষ্ট না করলে এদিন ৪–৫ গোলে জিততে পারত ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জেতানো রিচার্লিসন এদিন ছিলেন নিস্প্রভ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিল ব্রাজিল। ৫ মিনিটেই ভিনিসিয়াস বাঁদিক থেকে আক্রমণ তুলে নিয়ে এসেছিলেন। কিন্তু সুইজারল্যান্ডের রক্ষণ সজাগ থাকায় বড় বিপদ হয়নি। সুইজারল্যান্ডের পরিকল্পনা ছিল লম্বা পাসে দ্রুত আক্রমণ তুলে নিয়ে আসা। ১৮ মিনিটের মাথায় ব্রাজিলের সামনে প্রথম সুযোগ এসে গিয়েছিল। পাকুয়েতার ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন রিচার্লিসন। তবে ২৬ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস। ডানদিক দিয়ে উঠে গিয়ে বক্সের মধ্যে থেকে সেন্টার করেছিলেন রাফিনহা। ইয়ান সমারকে একা পেয়েও বল জালে রাখতে পারেননি ভিনিসিয়াস। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে রাফিনহার কর্ণারে হেড করেছিলেন থিয়াগো সিলভা। তাঁর সেই হেড বিপদমুক্ত করেন এলভেদি।
আক্রমণে আরও ঝাঁঝ বাড়িয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই পাকুয়েতাকে তুলে নিয়ে রড্রিগোকে মাঠে নামা টিটে। আক্রমণে আরও গতি আসে। বিশেষ করে বাঁদিকে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের আক্রমণের মাঝেই ৫৩ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে ব্রাজিল রক্ষণে আতঙ্কের সৃষ্টি করেছিল সিলভান উইডমার। থিয়াগো সিলভা সজাগ থাকায় বিপদ থেকে রক্ষা পায় ব্রাজিল। রিচার্লিসনের সামনে গোল করার সুযোগ এসে গিয়েছিল। কিন্তু ভিনিসিয়াসের ডিফেন্স চেরা পাসে পা ছোঁয়াতে পারেননি। অবশেষে ৬৪ মিনিটে সুইজারল্যান্ডের জালে বল পাঠান ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠ থেকে লুজ বল ধরে বাঁদিকে অরক্ষিত ভিনিসিয়াসকে পাঠান ক্যাসেমিরো। ডানপায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান ভিনিসিয়াস। রেফারি প্রথমে গোলের সিদ্ধান্ত দিলেও ভিএআর–এর সাহায্য নিয়ে অফসাইডের জন্য বাতিল করে দেন। বল স্পর্শ না করলেও ভিনিসিয়াসের গোলের সময় রিচার্লিসন অউসাইডে ছিলেন।
সার্বিয়ার বিরুদ্ধে দুটি গোল করলেও এদিন নিজেকে মেলে ধরতে পারেননি রিচার্লিসন। নেইমারের অভাব বারবার ফুটে উঠছিল। ৭৩ মিনিটে রিচার্লিসনকে তুলে নিয়ে গ্যাব্রিয়েল যোশেফকে নামান টিটে। আর রাফিনহা তুলে নামান অ্যান্তনিকে। অবশেষে ৮৩ মিনিটে ডেড লক ভাঙেন ক্যাসেমিরো। রডরিগোর কাছ থেকে বল পেয়ে ডানপায়ে জোরালো শট নেন। এক সুইস ডিফেন্ডারের গায়ে বল লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়িয়ে যায়।
❤ Support Us