- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৩, ২০২২
অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়ে ডুবল ব্রাজিল, হারতে হল ক্যামেরুনের কাছে

নক আউটের ছাড়পত্র এসে যাওয়ায় তিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে ৯ জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। আত্মতুষ্টির খেসরত দিতে হয়েছিল ফ্রান্সকে। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে ব্রাজিল কোচ টিটেও একি নীতি নিয়েছিলেন। ফ্রান্সের মতোই হারতে হল ব্রাজিলকেও। দুরন্ত ফুটবল উপহার দিয়েও ১–দ ব্যবধানে হারতে হল ব্রাজিলকে। মার্টিনেল্লি, ফ্রেড, গ্লিমারেজ, গ্যাব্রিয়েল জেসাসদের অজস্র গোল নষ্টর খেসারত দিতে হল। ক্যামেরুনের কাছে হারলেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষেই থাকল ব্রাজিল।
ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। ফ্রেডের শট আটকে দেন ক্যামেরুন গোলকিপার ডেভিস এপাসি। ১৪ মিনিটে মার্টিনেল্লির একটা হেডও ফিস্ট করে কর্ণারের বিনিময়ে বাঁচান তিনি। ক্যামেরুন ব্রাজিলের বক্সে প্রথম হানা দেয় ২০ মিনিটে। তি ডিফেন্ডারকে পরাস্ত করে চৌপা–মোটিং শট নিলে উদ্যত হলে বাঁচান মিলিতাও। পরের মিনিটেই আবুবাকেরের শট বাঁচিয়ে দলকে গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেন ব্রাজিল গোলকিপার এডারসন।
প্রথমার্ধের ইনজুরি সময়ের ১ মিনিটে আবার সুযোগ এসেছিল মার্টিনেল্লির সামন। তাঁর শট ফিস্ট করে বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন ডেভিস এপাসি। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে প্রতি আক্রমণে উঠে এসে গোলের সুযোগ পেয়েছিল ক্যামেরুন। এমবেউমোর হেড বাঁচিয়ে কোনও রকমে দলের পতন আটকান এডারসন।
দ্বিতীয়ার্ধেই সেই ব্রাজিলের ঝড় অব্যাহত। একের পর আক্রমণ তুলে নিয়ে আসছিল ক্যামেরুন বক্সে। ৫৬ মিনিটে বাঁদিক দিয়ে বল নিয়ে একক প্রয়াসে বক্সে ঢুকে গিয়ে শট নেন মার্টিনেল্লি। তাঁর সেই শট কর্ণারের বিনিময়ে বাঁচান ক্যামেরুন গোলকিপার। ব্রাজিল আক্রমণের ঝড় তুললেও, গোলের মুখ খুলতে পারছিল না। ক্যামেরুনের রক্ষণে বুটের জঙ্গলে আটকে যাচ্ছিল যাবতীয় আক্রমণ। সেই সঙ্গে ক্যামেরুন গোলকিপারও ছিলেন দুরন্ত ছন্দে। ৭৮ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে ব্রাজিলের গোল লক্ষ্য করে দুরন্ত শট নিয়েছিলেন টোকো একাম্বি। তাংর সেই শট ডানদিকে ঝাঁপিয়ে গ্লাভসবন্দী করেন এডারসন। ৮৪ মিনিটে গুইমারেজের সামনে আরও একটা সুযোগ এসে গিয়েছিল। কিন্তু তিনিও কাজে লাগাতে পারেননি। ম্যাচের ইনজুরি সময়ের ২ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে গোল গোল তুলে নেয় ক্যামেরুন। ডানদিক থেকে সেন্টার করেছিলেন এমবেকেলি। দুরন্ত হেডে গোল করে যান ক্যামেরুন অধিনায়ক আবুবাকের।
❤ Support Us