Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৬, ২০২২

চোট সারিয়ে ফিরেই গোল, সাম্বা ঝড়ে উড়ে গেল দক্ষিণ কোরিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
চোট সারিয়ে ফিরেই গোল, সাম্বা ঝড়ে উড়ে গেল দক্ষিণ কোরিয়া

চোট সারিয়ে নেইমার দলে ফিরতেই যেন সেই চেনা ব্রাজিল। গোটা দল উজ্জীবিত। সাম্বার দুরন্ত ঝলক দেখল ফুটবল বিশ্ব। অনিন্দ্য–সুন্দর ফুটবল উপহার দিয়ে দক্ষিণ কোরিয়াকে ৪–১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। সামনে এবার ক্রোয়েশিয়া। গ্রুপ লিগে ক্যামেরুনের হার ব্রাজিলের দম্ভে আঘাত করেছিল। এদিন কোরিয়ারা বিরুদ্ধে গায়ের জ্বালা মিটিয়ে নিলেন রিচার্লিসনরা।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এদিন দারুম শুরু করেছিল ব্রাজিল। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়েছিল। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায়। রাফিনহার পস থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন ভিনিসিয়াস। ১১ মিনিটে পেনাল্টি থেকে ২–০ করেন নেইমার। বক্সের মধ্যে রিচার্লিসনকে ফাউল করেন জুং উ ইয়ং। ঠান্ডা মাথায় কোরিয়া গোলকিপারের বাঁদিক দিয়ে বল জালে পাঠান নেইমার।
দু গোলে এগিয়ে যাওয়ার পর ব্রাজিলের খিদে যেন আরও বেড়ে যায়। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ফালাফালা করে দেয় কোরিয়ান ডিফেন্সকে। ২৩ মিনিটে ভিনিসিয়াসের শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন কোরিয়ান গোলকিপার। ২৯ মিনিটে ৩–০ করেন রিচার্লিসন। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে এসে থিয়াগো সিলভাকে দেন মারকুইনহোস। থিয়াগো সিলভার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের গড়ানো শটে ৩–০ করেন রিচার্লিসন। ৩৬তম মিনিটেই ৪–০। মাঝমাঠ থেকে বল নিয়ে এসে বাঁপ্রান্তে ভিনিসিয়াসকে দেন নেইমার। লুকাস পাকুয়েতাকে উঠে আসতে দেখে ভিনিসিয়াস ছোট্ট চিপে বক্সের মধ্যে ডানপ্রান্তে ফেলেন। বল মাটিতে পড়ার আগেই পাকুয়েতা হালকা শটে কোরিয়ার জালে পাঠিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও সাম্বা ঝলক অব্যাহত। মুহূর্মুহূ আক্রমন তুলে নিয়ে কোরিয়া ডিফেন্সকে ফালাফালা করে দেন রিচার্লিসন, নেইমার, রাফিনহারা। ৫৪ মিনিটে তিনজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে শট নিয়েছিলেন রাফিনহা। কোনও রকমে বাঁচান কোরিয়ান গোলকিপার কিম সেয়ুং গু। ৬২ মিনিটে রাফিনহার আরো একটা প্রয়াস রুখে দেন তিনি। ৭৬ মিনিটে একমাত্র সান্তনা গোল কোরিয়ার। বলে বাঁপায়ের জোরালো শটে ব্যবধান কমান পাইক সিউং হো।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!