- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৪, ২০২৪
ট্যাবের টাকা তছরুপের অভিযোগ ৪ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দায়ের এফআইআর

ওয়েবসাইট হ্যাক করে ছাত্রছাত্রীদের জন্য ট্যাব কেনার বরাদ্দ টাকা সরিয়ে নিয়েছেন প্রধান শিক্ষকরা! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। আর এই অভিযোগের ভিত্তিতে ৪ জন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু হয়েছে।
রাজ্য সরকারের বাংলার শিক্ষা ওয়েবসাইট হ্যাক করে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য বরাদ্দ ৭ লক্ষ টাকা সরিয়ে ফেলা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ৪ প্রধান শিক্ষককের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই নিয়ে ঘটনায় তীব্র ক্ষুব্ধ ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’। সংস্থার রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেছেন, ‘ইতিমধ্যেই জেলাশাসককে ঘটনাটি জানানো হয়েছে। কমিশনার অফ স্কুল এডুকেশন–কেও বিষয়টি জানিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্তের দাবি করেছি। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, ভবিষ্যতে দেখতে হবে।’
চন্দন মাইতি আরও বলেন, ‘এই ঘটনায় প্রধান শিক্ষকদের যদি টার্গেট করা হয় কিংবা তাঁরা যদি গ্রেফতার হন, তাহলে আগামী দিনে তীব্র আন্দোলন হবে। আমাদের দাবি নন অ্যাকাডেমিক কর্মসূচি থেকে প্রধান শিক্ষককে অব্যাহতি দেওয়া।’ শিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছে, অভিযোগ সংক্রান্ত সমস্ত তথ্য স্কুলপরিদর্শকের কাছে জমা দিতে হবে।
সংশ্লিষ্ট স্কুলে একাদশ, দ্বাদশের মোট পড়ুয়ার সংখ্যা কত। এর মধ্যে কতজন ট্যাবের টাকা পেয়েছে। কতজন পায়নি। বাংলা শিক্ষা পোর্টালে কতজনের নাম তুলতে সমস্যা হয়েছে। সব তথ্য স্কুল পরিদর্শকের কাছে দিতে বলা হয়েছে। পুজোর ছুটির পর ৫ নভেম্বর স্কুল খুলছে। তার আগেই এই সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে সেক্ষেত্রে ছুটির পর সেই স্কুলের প্রধান শিক্ষককে ডেকে পাঠানো হতে পারে।
❤ Support Us