Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৭, ২০২৪

দ্রুততম দ্বিশতরান, ত্রিশতরানের পর প্রথম শ্রেনীর ক্রিকেট ছক্কার বিশ্বরেকর্ড তন্ময় আগরওয়ালের

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্রুততম দ্বিশতরান, ত্রিশতরানের পর প্রথম শ্রেনীর ক্রিকেট ছক্কার বিশ্বরেকর্ড তন্ময় আগরওয়ালের

সুযোগ ছিল প্রথম শ্রেনীর ক্রিকেটে ব্রায়ান লারার রেকর্ড ভাঙার। কিন্তু পারেননি হায়দরাবাদের তরুণ ব্যাটার তন্ময় আগরওয়াল। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তাঁকে থেমে যেতে হল ৩৬৬ রানে। এমনকী, ভারতীয়দের মধ্যে প্রথম শ্রেনীর ক্রিকেটে মহারাষ্ট্রের বাসুদেব নিম্বলকারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের (‌৪৪৩)‌ রেকর্ডও ভাঙতে পারেননি। তবে প্রথম শ্রেনীর ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান ও ত্রিশতরানের রেকর্ড আগের দিনই গড়েছিলেন। শনিবার আরও একটা রেকর্ড গড়লেন তন্ময়। প্রথম শ্রেনীর ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
এতদিন প্রথম শ্রেনীর ক্রিকেটে একম্যাচে এতদিন সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল‌ নিউজিল্যান্ডের কলিন মনরোর। ২০১৫ সালে প্রথম শ্রেনীর একটা ম্যাচে ২৩টি ছক্কা মেরেছিলেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তাঁর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তন্ময়। প্রথম দিনে ৩৩টি চার ও ২১টি ছক্কার সাহায্যে ১৬০ বলে ৩২৩ রান করে অপরাজিত ছিলেন। ১১৯ বলে দ্বিশতরান করেন। ত্রিশতরান করেন ১৪৭ বলে। ভেঙে দেন ২০১৭ সালে মার্কো মারাইসের লাল বলের ক্রিকেটে দ্রুততম ত্রিশতরানের রেকর্ড।
প্রথম শ্রেনীর ক্রিকেটে লারার ৫০১ রানের কাছাকাছি না যেতে পারলেও পৃথ্বী শ, সঞ্জয় মঞ্জরেকারদের কাছাকাছি পৌঁছেছেন তন্ময়। প্রথম শ্রেনীর ক্রিকেটে ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ রান। রনজি ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান বাসুদেব নিম্বলকরের (‌অপরাজিত ৪৪৩)। এরপরে রয়েছেন পৃথ্বী শ (‌৩৯৭)‌। সঞ্জয় মঞ্জরেকর করেছেন ৩৭৭ রান। আর এক হায়দরাবাদী এমভি শ্রীধর করেছিলেন ৩৬৬ রান। তাঁকে স্পর্শ করলেন তন্ময় আগরওয়াল।
টস জিতে অরুণাচল প্রদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায় অরুণাচল প্রদেশ। এরপর ৪ উইকেটে ৬১৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে হায়দরাবাদ। দ্বিতীয় ইনিংসে ২৫৬ রান তোলে অরুণাচল প্রদেশ। ইনিংস ও ১৮৭ রানে ম্যাচ জেতে হায়দরাবাদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!