Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২, ২০২৩

‌খাওয়া–যাতায়াতেই প্রায় ২ কোটি !‌ সিএবি–র খরচে চক্ষু চড়কগাছ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌খাওয়া–যাতায়াতেই প্রায় ২ কোটি !‌ সিএবি–র খরচে চক্ষু চড়কগাছ

চিত্র সৌজন্য ফেসবুক

যাতায়াত আর খাওয়াতেই একবছরে বেরিয়ে গেল প্রায় ২ কোটি টাকা !‌ অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি। সিএবি–কর্তাদের যাতায়াতের পেছনে খরচ ও খাওয়ার বহর দেখে রীতিমতো চক্ষুচড়ক গাছ সকলের। কীভাবে এত টাকা ব্যয় হয়েছে, তা নিয়ে বার্ষিক সাধারণ সভাতেই প্রশ্ন তোলেন সিএবি–র প্রাক্তন যুগ্ম–সচিব তথা কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে।

শনিবার ছিল সিএবি–র বার্ষিক সাধারণ সভা। সেই সভায় যে বাৎসরিক আয়–ব্যায়ের যে হিসাব তুলে ধরা হয়েছে, তাতে দেখানো হয়েছে পরিবহন বাবদ এক বছরে খরচ হয়েছে ১ কোটি ২৭ লক্ষ টাকা। আর খাওয়া বাবদ খরচ হয়েছে ৪২ লক্ষ টাকা। অর্থাৎ এই দুই খাতে মোট খরচ ১ কোটি ৬৯ লক্ষ টাকা। হিসেব পেশ হওয়া মাত্রই প্রশ্ন তুলেছিলেন বিশ্বরূপ দে। তিনি জানতে চান, পরিবহন ও খাওয়া বাবদ এত টাকা খরচ হয় কীভাবে। একসময় দাপটের সঙ্গে সিএবি–র যুগ্ম–সচিব ও কোষাধ্যক্ষর পদ সামলেছিলেন বিশ্বরূপ দে। ফলে খরচের বিষয়টা তাঁর নখদর্পনে।

অনেক কর্তাই প্রভাব খাটিয়ে সিএবি–র ভাড়া করা গাড়ি ব্যবহার করেন। এমনকি, কয়েকজন অফিস কর্মীকেও সিএবি–র গাড়িতে বাড়ি ফিরতে দেখা গেছে। যে সুবিধা তাঁদের পাওয়ার কথা নয়। এমনকি অনেক কর্তাও এই সুবিধা নিয়ে থাকেন। তাছাড়া মাঝে মাঝেই খাওয়া–দাওয়া হয়েই থাকে। কিছুদিন আগেই ইলিশ উৎসবে বেশ কয়েকলক্ষ টাকা খরচ করেছে সিএবি কর্তাদের খাওয়ার পেছনে। এসব নিয়ে প্রশ্ন উঠছে।

এরপরই বিশ্বরূপ দে খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব চান। যদিও সেটা দিতে পারেনি বর্তমান শাসকগোষ্ঠী। অন্যান্যবছর বার্ষিক সাধারণ সভার নোটিশের সঙ্গে অডিট রিপোর্ট পাঠানো হয়। এবছর সেটাও পাঠানো হয়নি। কেন অডিট রিপোর্ট পাঠানো হয়নি, তা নিয়ে অনেক সদস্যই প্রশ্ন তোলেন। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ভুল স্বীকার করে নেন। এর আগে বিশ্বরূপ দে সিএবি–কে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন, ক্লাবগুলির পরিকাঠামো উন্নতির জন্য অনুদান যেন বাড়ানো হয়। তাঁর সেই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!