Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৩, ২০২৪

৪ ঘন্টা ২৯ মিনিটের কঠিন লড়াই জিতে কিংবদন্তি ফেডেরারকে স্পর্শ করলেন জকোভিচ

আরম্ভ ওয়েব ডেস্ক
৪ ঘন্টা ২৯ মিনিটের কঠিন লড়াই জিতে কিংবদন্তি ফেডেরারকে স্পর্শ করলেন জকোভিচ

এক সপ্তাহ আগেই জেনেভা ওপেনে সেমিফাইনালে টমাস মাচাকের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর নোভাক জকোভিচের আশঙ্কা ছিল এবছর আদৌও ফ্রেঞ্চ ওপেন খেতাব ধরে রাখতে পারবেন কিনা। তিনি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বোঝা গেল ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ডে। কঠিন লড়াই করে জিততে হল জকোভিচকে। ৫ সেটের কঠিন লড়াইয়ে ইতালির লরেঞ্জ মুসেত্তিকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন জকোভিচ।

গতবারের চ্যাম্পিয়ন জকোভিচকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন লরেঞ্জ মুসেত্তি। অবশেষে ৪ ঘন্টা ২৯ মিনিটের দীর্ঘ লড়াইয়ে জয় ছিনিয়ে নেন জকোভিচ। এই জয়ের সঙ্গে সঙ্গে রজার ফেডেরারের ৩৬৯ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করলেন বিশ্বের এই এক নম্বর তারকা। প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ফ্রান্সিস্কো সেরুনডালের বিরুদ্ধে খেলবেন জকোভিচ।

২২ বছর বয়সী মুসেত্তির অবশ্য জকোভিচকে চ্যালেঞ্জের সামনে ফেলে দেওয়া এই প্রথম নয়। এর আগে ২০২১ সালে এই ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচের বিরুদ্ধে দু সেটের লিড নিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত সেটে যাওয়ার আগে তিনি চোটের কারণে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন। এদিন অবশ্য প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জেতেন জকোভিচ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতে সমতা ফেরান মুসেত্তি। তৃতীয় সেটে জেতেন ৬-২ ব্যবধানে। চতুর্থ সেটে ৬-৩ ব্যবধানে জিতে সমতা ফেরান জকোভিচ। পঞ্চম সেটে অবশ্য মুসেত্তিকে দাঁড়াতেই দেননি বিশ্বের এক নম্বর তারকা। ৬-০ ব্যবধানে জিতে শেষ ষোলোয় পৌঁছে যান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!