- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ৫, ২০২৩
রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণ পত্রে দেশের নাম বদল। মোদির সরকারের কঠোর সমালোচনায় মুখ্যমন্ত্রী !

দেশের নাম বদল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাবে এই বিষয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। জি ২০ সম্মেলনের আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত!
মঙ্গলবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে এই ইস্যুতে আক্রমণ করেন। প্রসঙ্গত, জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া রাষ্ট্রনেতাদের নৈশভোজের আমন্ত্রণ পত্রে ‘দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র বদলে ‘দ্য প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে।
Mr. Modi can continue to distort history and divide India, that is Bharat, that is a Union of States. But we will not be deterred.
After all, what is the objective of INDIA parties?
It is BHARAT—Bring Harmony, Amity, Reconciliation And Trust.
Judega BHARAT
Jeetega INDIA! https://t.co/L0gsXUEEEK— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে, জি-২০-র লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্ব কী আছে?’’ তিনি আরও বলেন, ‘‘ইংরিজিতে বলি ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। ভারত তো আমরাও বলি, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। এতে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে। হঠাৎ এমন কী হল?”
#WATCH | Kolkata: On G20 Summit dinner invitations at Rashtrapati Bhawan sent in the name of ‘President of Bharat’, West Bengal CM Mamata Banerjee says, “…Today, they (Centre) changed the name of India. In the invitation card for the G20 Summit dinner, it is mentioned… pic.twitter.com/CDJVB1lKVG
— ANI (@ANI) September 5, 2023
#WATCH | Delhi: “If an alliance of some parties become India, would they change the name of the country? The country belongs to 140 crore people, not to a party. Let’s assume if the India alliance renames itself as Bharat, would they rename Bharat as BJP then?… What’s this… pic.twitter.com/NGfyY9J9P7
— ANI (@ANI) September 5, 2023
এখানেই থেমে না থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে চড়া সুরে আক্রমণ শানিয়ে মমতা বলেছেন, ‘‘আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে। কবে রবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলির নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধের নাম বদল করে দেওয়া হচ্ছে। ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।’’
আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি-২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন। সেই উপলক্ষে আমন্ত্রণপত্রও যাচ্ছে নিমন্ত্রিতদের কাছে। যে আমন্ত্রণপত্র ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতির অন্দরমহল। কারণ, ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে চিরাচরিত ভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ কথাটি। কিন্তু জি-২০ নেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’, প্রশ্ন উঠেছে, এসব কেন?
এদিকে সরকারি ভাবে দেশের নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এই অভিযোগ করেন। জি২০ শীর্ষ সম্মেলনের একটি আমন্ত্রণ পত্রের উদাহরণ টেনে তাঁর এই চাঞ্চল্যকর অভিযোগ। সঙ্গে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকেও তোপ দেগেছেন এই নিয়ে। জয়রাম অভিযোগ করেন, দেশের সংবিধানের ১ নং অনুচ্ছেদ হুমকির মুখে পড়েছে।
সোশ্যাল মিডিয়া পোস্টে জয়রাম রমেশ অভিযোগ করেন, জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফ থেকে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এই আবহে কংগ্রেস মুখপাত্রের অভিযোগ, দেশের নাম ইংরেজিতেও ‘ভারত’ করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, হিন্দি বা বিভিন্ন আঞ্চলিক ভাষায় এমনিতেই ‘ভারত’ শব্দের উল্লেখ থাকে সরকারি ভাবে। তবে ইংরেজিতে এত বছর ধরে ‘ইন্ডিয়া’ ব্যবহার হয়ে আসছে।
জয়রাম রমেশ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘তাহলে খবরটা সত্যি। রাষ্ট্রপতি ভবনের তরফে জি২০ সম্মেলনের যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সেখানে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা, ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এখন তো সংবিধানেক ১ নং অনুচ্ছেদ পড়তে হবে, ভারত, যা আগে কি না ইন্ডিয়া ছিল, সব রাজ্যের সমষ্টি। তবে সেই ‘রাজ্যের সমষ্টি’ তো হামলার মুখে পড়েছে।’
নরেন্দ্র মোদি সরকারের ইন্ডিয়া নাম বদলে ভারত করার পিছনে আই.এন.ডি.আই.এ অর্থাৎ বিজেপি বিরেধী জোটের নামের বিষয়টি মাথায় রাখা হতে পারে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আমরা জানি, কয়েক সপ্তাহ আগেই জন্ম নিয়েছে বিজেপি বিরোধী ২৮ দলের বৃহত্তর জোট “ইন্ডিয়া”। রাহুল গান্ধি, শরদ পাওয়ার, নীতিশ কুমার, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যেই তিনটি বৈঠকও করেছেন পাটনা, বেঙ্গালুরু এবং মুম্বইতে। এদিকে এই জোটকে কটাক্ষ করতে ময়দানে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মোদির বিরুদ্ধে অভিযোগ, দেশের নাম বদলে দিয়েছে তাঁর সরকার।
❤ Support Us