- পা | র্স | পে | ক্টি | ভ
- জুলাই ৩১, ২০২২
গীতাঞ্জলি ইন্ডিয়ান। বৈচিত্রের বেনজির দৃষ্টান্ত।বহুভাষায় রবীন্দ্রগানের মহিমাময় মজলিস
রবীন্দ্রনাথের গান আর কবিতা নিয়ে বহুভাষিক, বহুমাত্রিক, সম্ভবত ভারতে এই প্ৰথম
আলোকচিত্র: সুপ্রিয় নাগ
রবীন্দ্রনাথের গান আর কবিতা নিয়ে বহুভাষিক, বহুমাত্রিক, সম্ভবত ভারতে এই প্ৰথম, বর্ণময় অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইল সাংস্কৃতিক বৈচিত্রের কলকাতা। ২৮ জুলাই, বূহস্পতিবার, রবীন্দ্রসদনে। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একটানা। এরকম বিরল সমারোহের আয়োজনে অধিকতর ভাস্বর ও উজ্জ্বল হয়ে উঠল বাংলার মুখ।
যে মুখ রবীন্দ্রপ্রতিভার মতোই অনিঃশেষ। যে মুখ আবহমান কাল জুড়ে নিরন্তর বলে যাচ্ছে– বিশ্বমানব হবি যদি, আগে তবে বাঙালি হো। রবীন্দ্রনাথের সমস্ত নির্মাণ আর সৃষ্টির, চর্চা আর সাধনার, তাঁর পরমধর্মের লক্ষ্য ছিল সীমাকে অতিক্রম করে অসীম হয়ে ওঠা। এবং অসীমের মধ্যে সত্তাকে মিশিয়ে দিয়ে বিশ্বপথিক আর বিশ্ব নাগরিকের শাশ্বতবার্তার সহজিয়া উচ্চারণ। রবীন্দ্রনাথের এই প্রগাঢ় বিশ্ববোধকেই গানে, কবিতায়, কথায় ,নৃত্যে একালের শিল্পীরা তাঁদের সঞ্চয় আর আবেদন পেশ করে বুঝিয়ে দিলেন, প্রাণের ঠাকুরকে জাগিয়ে রাখতে তাঁদের ভাবাবেগের বিরাম নেই। এখানে বহুভাষিকতা, বহুমাত্রিকতায় বেনজির তাঁদের অনুভূতির শুভ্রশুদ্ধ সঞ্চালন।

অলোকচিত্র: সু্প্রিয় নাগ
রবীন্দ্রনাথের অপার সৃষ্টির অনুবাদ, ভাবানুবাদের খবর আমরা অনেকেই জানি। কিন্তু দেশ-বিদেশের বহুভাষায় তাঁর গানের সুরারোপিত উপস্থিতির সংবাদ আমাদের জানার বাইরে ছিল অনেকটা। গীতাঞ্জলী ইন্ডিয়ান অনুষ্ঠানের আয়োজক আজকাল পত্রিকা আর নেপথ্যচারীর ভূমিকায় টেকনো ইন্ডিয়ার শ্রম আর নিষ্ঠা, এবিষয়ে তাদের উদ্ভাবনী মহিমা নিবেদন করে বিস্মিত করে দিল আমাদের। কত ভাষায় রবীন্দ্র গান হয়েছে, হবার সম্ভাবনা আরও বিস্তর একথাও বিনম্র ভঙ্গিতে বুঝিয়ে দিলেন নবীন-প্রবীন শিল্পিরা। অসমিয়া, ওড়িয়া, হিন্দিতে রবীন্দ্রগানের চর্চার রেওয়াজ ছিল। সুপরিচিত গায়কদের অনেকেই বাংলা ও অসমিয়া ভাষায় রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন, কিন্তু এই প্রজন্মেও এ চর্চার বিরতি নেই, জানা গেল এদিনের অনুষ্ঠানে। আর তা কি কেবল অসমিয়ায় ? ওড়িয়া, হিন্দি, সাঁওতালি সহ বহু ভাষায়। গোটা অনুষ্ঠানই একটি বিরল অভিজ্ঞতা। নবীন-প্রবীন সঙ্গীত শিল্পী আর বাচিক শিল্পীদের, নৃত্য পারদর্শীদের এত স্বতঃস্ফূর্ত, একাত্মতাময় অংশগ্রহন এবং দর্শকদের স্নিগ্ধ মুগ্ধতাও আরেক মর্মস্পর্শী বিস্ময়।
❤ Support Us








