- এই মুহূর্তে বৈষয়িক
- আগস্ট ৩, ২০২৩
আত্মনির্ভরতার লক্ষ্যে ল্যাপটপ-কম্পিউটার আমদানিতে রাশ টানছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার !
দেশকে নিজের পায়ে দাঁড় করতে এবার কম্পিউটার, ল্যাপটপ , ট্যাবলেটের আমদানির ক্ষেত্রে রাশ টানতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবলমাত্র বিশেষ ক্ষেত্রেই কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেটের মতো অত্যাধুনিক গ্যাজেট আমদানি করা যাবে ভারতে। এর জন্য প্রয়োজনীয় বৈধ অনুমতিপত্র লাগবে। তা না হলে এইসব গ্যাজেট আমদানি করা যাবে না। স্বদেশি সংস্তাগুলিকে গুরুত্ব দিতে, আত্মনির্ভর ভারতের লক্ষ্যেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
গত এপ্রিল থেকে জুন মাসে ১৯.৭ বিলিয়ান ডলারের ইলেকট্রনিকস সামগ্রী ভারতে আমদানি হয়েছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপ এবং ট্যাবলেটও। যা গোটা বছরের আমাদানির পরিমাণের ৬.২৫ শতাংশ। ইলেকট্রনিক্স শিল্প সংস্থা ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান আলি আখতার জাফরি-র বক্তব্য, ভারতে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেটের মতো ইলেকট্রনিকস সামগ্রীর উৎপাদন বাড়াতে এই ধাক্কা দেওয়া হচ্ছে। এর পিছনে সরকারের অন্য কোনও উদ্দেশ্য নেই।
উল্লেখ্য, ডেল, স্যামসং, এলজি, প্যানাসনিক, অ্যাপেল ইনক, লেনোভো, এইচপি-র মতো পৃথিবী খ্যাত সংস্থাগুলি ভারতের বাজারে কম্পিউটার-ল্যাপটপ-ট্যাবলেট বিক্রি করে থাকে। যা মূলত ভারতেই উৎপাদন হয়। বাকি অংশ চিন থেকে আমদানি করা হয়। চিনা আমদানির বদলে গোটা ক্ষেত্রেই ভারতীয় উৎপাদনে জোর দিতে চাইছে কেন্দ্র। আত্মনির্ভর হওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
❤ Support Us