- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ৪, ২০২২
রাজ্যপাল ইস্যুতে রাজ্যসভা থেকে বিরোধীদের ওয়াক আউট

রাজ্যপাল ইস্যুতে এবার রাজ্যসভা থেকে ওয়াক আউট করলেন তৃণমূল সাংসদরা৷ তৃণমূলকে সমর্থন করল কংগ্রেস, ডিএমকে, সিপিএম, সিপিআই-এর মতো অন্যান্য বিরোধী দলগুলিও৷ সবমিলিয়ে রাজ্যপাল ইস্যুতে সংসদে একজোট বিরোধীরা ৷
এ দিন রাজ্যপাল ইস্যুতে প্রথম সরব হন তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র সাংসদরা৷ তাঁদের অভিযোগ, সম্প্রতি তামিলনাড়ু সরকার নিট পরীক্ষা সংক্রান্ত একটি বিল নিয়ে এসেছে৷ এই বিল অনুযায়ী তামিল ভাষায় নিট পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা৷ যদিও তামিলনাড়ুর রাজ্যপাল সেই বিলে সই না করে আটকে রেখেছেন বলে অভিযোগ ডিএমকে সাংসদদের৷
ডিএমকে-র দাবিকে সমর্থন জানিয়ে সংসদে সরব হন তৃণমূল সাংসদরাও৷পশ্চিমবঙ্গের রাজ্যপালও একাধিক বিলে সই না করে আটকে রেখেছেন বলে অভিযোগ তোলেন তাঁরা৷ এ বিষয়ে আলোচনার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দাবি জানান তৃণমূল সাংসদরা৷ যদিও সেই দাবি মানেননি রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ এর পরেই রাজ্যসভা থেকে ওয়াক আউট করে তৃণমূল৷
তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, ‘আমরা চেয়ারম্যানকে বলেছি পশ্চিমবঙ্গের রাজ্যপালও মানবিধার কমিশনের চেয়ারম্যান নিয়োগ, হাওড়া বালি বিল, লোকায়ুক্ত নিয়োগ বিলের মতো একাধিক বিল আটকে রেখেছেন৷ এ ভাবে তিনি প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি করছেন৷ কংগ্রেস, সিপিএম, সিপিআই, ডিএমকে-র মতো বিভিন্ন দল আমাদের সমর্থন করেছে৷’
উল্লেখ্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে তিরস্কার করেছিলেন। জানতে চেয়েছিলেন, রাজ্যপাল তাঁকে ফোন করেন কিনা বা কাজ করতে কোনও অসুবিধা হচ্ছে কিনা? মুখ্যমন্ত্রীর সেই পদক্ষেপকে পুলিশ প্রশাসনের শিরদাঁড়ায় আঘাত বলে বর্ণনা করেছেন ধনকড়।
রাজ্যপাল ইস্যুতে যে কংগ্রেস তৃণমূলের পাশেই থাকবে তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷
❤ Support Us