- প্রচ্ছদ রচনা
- মার্চ ১, ২০২২
ওড়িশায় পঞ্চায়েত ভোটে বিজেপিকে জোর ধাক্কা । ৯০ শতাংশ আসন বিজেডির দখলে।
গেরুয়া শিবিরের আওতায় কুল্লে ৫ শতাংশ।
ওড়িশা পঞ্চায়েত নির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি । সোমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ফল ঘোষণা হয়েছে। এতে দেখা গেল নবীন পট্টনায়কের বিজু জনতা একাই ৯০ শতাংশ আসনে জয়ী আর বিজেপির দখলে মাত্র ৫ শতাংশ । ৮৫২ টি জেলা পরিষদ আসনের মধ্যে ৫৫৩ টি আসনে বিজেডি জয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ২১০ আসনে । পঞ্চায়েত নির্বাচনে এরকম ভালো ফল বিজেডি কখনও করে নি। জেলা পরিষদ ৮৫২ টি আসনের মধ্যে ৭৩৪ টি বিজেডি, বিজেপি ৪২, কংগ্রেস ৩৫ এবং নির্দল ৮ আসনে জয়ী হয়েছে ।
যদিও এবারের নির্বাচনে বিজেডির জয় প্রত্যাশিত ছিল, তবে বিজেপি ভেবেছিল হয়ত তাদের আসন সংখ্যা বাড়বে। ২০১৭ সালের জেলা পরিষদ নির্বাচনে বিজেপি ১৫ শতাংশ আসনে জয়ী হয়েছিল। এবার তাদের ধারণা ছিল আসন বাড়বে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন । গেরুয়া শিবির পুরোপুরি ধরাশায়ী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারা ৩৮.৪ শতাংশ ভোট পেয়েছিল । জয়ী হয়েছিল ৮ আসনে। একই সঙ্গে বিধানসভা নির্বাচনেও ৩২.৫ শতাংশ ভোট পেয়ে ২৩ টি আসন দখল করেছিল।
ক্রম উত্থানের ধারা আর নেই । ওড়িশায় বিজেপির পায়ের তলার জমি প্রায় শূন্য । নবীন পট্টনায়কের ক্যারিশমার সামনে নরেন্দ্র মোদির ভাবমূর্তি প্রায় চূর্ণ। পঞ্চায়েতের ভোট অনেক সময় বিধানসভার অভিমুখ তৈরি করে দেয়। রাষ্ট্রবিজ্ঞানের এই তথ্য যদি সত্য হয়, তাহলে বুঝতে হবে আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপির বিপর্যয় অবশ্যম্ভাবী।
❤ Support Us