Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৭, ২০২৩

শেষ মুহূর্তে চূড়ান্ত নাটক, গ্রিনকে বেঙ্গালুরুতে বিক্রি করে হার্দিককে গুজরাটের কাছ থেকে কিনল মুম্বই

আরম্ভ ওয়েব ডেস্ক
শেষ মুহূর্তে চূড়ান্ত নাটক, গ্রিনকে বেঙ্গালুরুতে বিক্রি করে হার্দিককে গুজরাটের কাছ থেকে কিনল মুম্বই

বেশ কয়েকদিন ধরেও জল্পনা চলছিল, গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পারেন হার্দিক পাণ্ডিয়া। রবিবার ছিল আইপিএলের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক হিসেবে রেখে তালিকাও প্রকাশ করেছিল গুজরাট টাইটান্স। সবাই ভেবে নিয়েছিল, তাহলে মুম্বই ইন্ডিয়ান্সে আর ফেরা হচ্ছে না হার্দিক পান্ডিয়ার। রিটেনশন তালিকা জমা পড়ার পর চূড়ান্ত নাটক। যা টি২০ ক্রিকেটের শেষ বলের উত্তেজনাকেও হার মানাবে।
হার্দিক পান্ডিয়াকে নেওয়ার ব্যাপারে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল অর্থ। মুম্বইয়ের কাছে পড়েছিল মাত্র ১৫.‌২৫ কোটি টাকা। হার্দিককে নিতে গেলে ১৫ কোটি টাকা বেরিয়ে যেত। তাহলে আর কোনও ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারত না মুম্বই। মুম্বইয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই বেঙ্গালুরুকে প্রস্তাব দেয় ১৭.‌৫০ কোটি টাকায় অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরন গ্রিনকে নেওয়ার। মুম্বইয়ের প্রস্তাব সাড়া দেয় বেঙ্গালুরু। আর তাতেই হার্দিককে দলে নেওয়ার রাস্তা মসৃন হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে।
যদিও দুই পক্ষ এখনও চুক্তির বিষয়টা প্রকাশ্যে নিয়ে আসেনি। এটা কোনও ক্রিকেটার অদলবদলের প্রক্রিয়া নয়। অর্থের বিনিময়ে ক্রিকেটার কেনাবেচা। এই ক্রিকেটার কেনাবেচার পর্ব ১২ ডিসেম্বর পর্যন্ত করা যাবে। হার্দিক পান্ডিয়াও সামনের মরশুমে গুজরাটের হয়ে খেলতে চাননি। তাই গুজরাটও অনিচ্ছুক ঘোড়াকে রাখতে চায়নি।
হার্দিক আইপিএলে তৃতীয় অধিনায়ক যিনি ট্রেডিংয়ের মাধ্যমে এক দল ছেড়ে অন্য দলে যোগ দিলেন।  ২০২০ সালে রবিচন্দ্রন অশ্বিন ও অজিঙ্ক রাহানও এক দল ছেড়ে অন্যদলে গিয়এছিলেন। তবে তাঁদের বিষয়টা ছিল ক্রিকেটার আদানপ্রদানের। আর হার্দিকে মুম্বই নিয়েছে সরাসরি ট্রেডিংয়ের মাধ্যমে। আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কোনও অধিনায়কের এমন দলবদল আগে হয়নি। ২০১৫ সাল থেকে হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন। ২০২২ সালের আইপিএলের আগে তাঁকে ছেড়ে দেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ডিসেম্বরে আইপিএলের মেগা নিলামের আগে ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ সময়সীমা ছিল রবিবার বিকেল ৫টা। গতবছরের দল থেকে ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে গুজরাট টাইটান্স। ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার কেএস ভরতকে ছেড়ে দিয়ে ঋদ্ধিমান সাহার ওপর ভরসা রেখেছে গুজরাট টাইটান্স। ব্যাট হাতে গত মরশুমে দলকে যথেষ্ট ভরসা দিয়েছিলেন ঋদ্ধিমান। বিদেশি উইকেটকিপার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ায় ম্যাথু ওয়েড।
গতবছরের দল থেকে ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে গুজরাট টাইটান্স। যে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে, তাঁরা হলেন:‌ যশ দয়াল, কেএস ভরত, শিবম মাভি, উর্বিল প্যাটেল, প্রদীপ সাঙ্গোয়ান, ওডিয়েন স্মিথ, আলজারি জোসেফ, দাসুন শনাকা। যে ক্রিকেটারদের রেখে দেওয়া হয়েছে, তাঁরা হলেন:‌ ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকণ্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, আর সাই কিশোর, রশিদ খান, জশ লিটল, মোহিত শর্মা।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!