- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২২, ২০২৩
টি২০ ক্রিকেটে বিরল রেকর্ড হরমনপ্রীতের, পেছনে ফেলে দিয়েছেন রোহিত–কোহলিকে

অনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। টি২০ ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। মহিলাদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে তিনি ১৫০ ম্যাচের মাইলস্টোনে পৌঁছে গেছেন। মহিলা কেন, এই কৃতিত্ব কোনও পুরুষ ক্রিকেটারেরও নেই। পুরুষদের ক্রিকেটে রোহিত শর্মার সবথেকে বেশি ১৪৮ ম্যাচ খেলার রেকর্ডও ভেঙে দিয়েছেন হরমনপ্রীত।
মহিলাদের চলতি টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে রোহিত শর্মার ১৪৮ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিতের রেকর্ড ভেঙে দেন। আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে ১৫০ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলস্টোনে পৌঁছে যান হরমনপ্রীত।
টি-২০ ক্রিকেটে দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার নজির ছিল রোহিত শর্মার। রোহিত শর্মার রেকর্ড আগেই ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত।
১৫০টি আন্তর্জাতিক টি–২০ ম্যাচে হরমনপ্রীত রান করেছেন ৩০০৬। সেঞ্চুরির সংখ্যা ১টি এবং হাফ সেঞ্চুরি ৯টি। সর্বোচ্চ ১০৩। ১৫০ ম্যাচের মাইলস্টোনে পৌঁছে হরমনপ্রীত কাউর বলেন, ‘১৫০ ম্যাচের মাইলস্টোনে পৌঁছানোর পর আমি সতীর্থদের কাছ থেকে আবেগপূর্ণ বার্তা পেয়েছি। এতগুলো ম্যাচ খেলতে পারার জন্য আমি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি–কে ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে এই জার্নিটা সত্যিই অসাধারণ।’
রোহিত শর্মার পর ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি টি-২০ ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে বিরাট কোহলির। তিনি খেলেছেন ১১৫ ম্যাচ। রোহিত আর কোহলি ছাড়া ভারতীয় আর কোনও ক্রিকেটার ১০০ টি–২০ ম্যাচ খেলেননি। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খেলেছিলেন ৯৮ ম্যাচ। ভারতীয় মহিলা দলের আর এক ক্রিকেটার স্মৃতি মান্ধানা অবশ্য ধোনিকে টপকে গেছেন। তিনি খেলেছেন ১১৫ টি–২০ ম্যাচ। অর্থাৎ কোহলির ১১৫ ম্যাচ খেলার রেকর্ড তিনি স্পর্শ করে ফেলেছেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি–২০ বিশ্বকাপ সেমিফাইনালে মাঠে নামলেই কোহলিকে ছাপিয়ে যাবেন স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা ১১৫ টি–২০ ম্যাচে রান করেছেন ২০১৮। সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি করেছেন ২২ টি। সর্বোচ্চ রান ৮৭।
❤ Support Us