Advertisement
  • দে । শ
  • জুলাই ১৭, ২০২৪

কালনায় স্থগিত হকার উচ্ছেদ অভিযান

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় স্থগিত হকার উচ্ছেদ অভিযান

হকার উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখল কালনা মহকুমা প্রশাসন। উচ্ছেদের নোটিস পাওয়া বহু হকারের দাবি, তাঁরা যে জায়গায় ব্যবসা করছেন সেই ব্যবসার ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ বিল-সহ আনুষঙ্গিক কাগজপত্র রয়েছে। এরপরই মহকুমা প্রশাসন উচ্ছেদ অভিযান স্থগিত করে দেয়। কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল বলেন, ‘পুরসভা ও প্রশাসনের কাছে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। সেগুলি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ আগে পুনর্বাসন, পরে উচ্ছেদের দাবিতে কালনা মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেয় কালনা শহর হকার-দোকানদার উচ্ছেদ বিরোধী কমিটি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবসা করা দোকানদারদের দাবি, দীর্ঘ কয়েক দশক ধরে তাঁরা ব্যবসা করছেন। এছাড়াও তাঁদের কাছে বেশ কিছু নথিপত্রও রয়েছে। এখন উঠে যেতে হলে তাদের পেটে হাত পড়বে।

কালনা শহরে রাস্তার দুপাশে ফুটপাত দখল করে থাকা দোকানদারদের নিজ দায়িত্বে সরে যেতে কালনা পুরসভা ধারাবাহিকভাবে মাইকিং করছে। বহু জায়গায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাতেও কাজ না হওয়ায় কয়েকটি অবৈধ দোকানকে চিহ্নিত করে ৩ থেকে ৭ দিনের মধ্যে দোকানদারদের সরে যাওয়ার নোটিশও দেওয়া হয়। এপিডিআর সংগঠনের পক্ষ থেকে হকার উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে মহকুমাশাসককে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সংগঠনের বক্তব্য, জীবন-জীবিকা খন্ডণের সংবিধানেরও নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!