Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ২৩, ২০২২

ইউপির পুলিশের কাছে এল ভয়ংকর ইমেল, দিল্লিজুড়ে জারি হাই অ্যালার্ট !

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউপির পুলিশের কাছে এল ভয়ংকর ইমেল, দিল্লিজুড়ে জারি হাই অ্যালার্ট !

ছবি : সৌজন্য পিটিআই ।

জানা গিয়েছে, পুরো দিল্লিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে পাঠানো হয়েছে বেনামী ই-মেল। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে।
রাজধানী দিল্লিতে ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জানা গিয়েছে, দিল্লিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে পাঠানো হয়েছে বেনামী ই-মেল। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসার জানিয়েছেন, একটি বেনামী ই-মেল এসেছে, তা ছাড়া সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালেবানের (ইন্ডিয়া সেল) কিছু গ্রেফতার হওয়া সদস্যের থেকেও একই বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। উত্তর প্রদেশ পুলিশ উল্লিখিত ইমেল সম্পর্কে বিশদ বিবরণ দিল্লি পুলিশকে পাঠিয়েছে। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লির উপরে জঙ্গিদের নজর সব সময়েই রয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ফুল বাজার গাজিপুর থেকে দিল্লি পুলিশের বম্ব স্কোয়াড তাজা বোমা উদ্ধার করেছিল। সেই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল। যদিও বম্ব স্কোয়াড বোমাটি নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছিল। এরপর প্রজাতন্ত্র দিবসের দিনও রাজধানীতে সন্ত্রাসবাদী হামলার সতর্কবার্তা ছিল।
দিল্লি পুলিশের একটি সূত্র বলছে, দিল্লিকে নিশানায় রেখেছে লস্কর-ই-তৈবা, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, জইশ-ই-মোহাম্মদ, হরকাত-উল-মুজাহিদিন এবং হিজবুল-মুজাহিদ্দিন-এর মতো জঙ্গি সংগঠনগুলি। গত কয়েকমাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের আগেও ভারতে ভুরি ভুরি বিস্ফোরক পাঠিয়ে অশান্তি পাকাতে চাইছিল পাকিস্তান, এমনও রিপোর্ট এসেছিল গোয়েন্দাদের তরফে। আবার নতুন করে হুমকি ইমেলে মেলায় চিন্তিত গোয়েন্দা বিভাগ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!