- টে | ক | স | ই
- জুন ২৭, ২০২২
থানার ভিতর ইঁদুরদের দৌরাত্ম্য, নষ্ট করছে গুরুত্বপূর্ণ নথি, ধরতে অক্ষম পুলিশ নিয়োগ করল মার্জার-বাহিনী

পুলিশ স্টেশনের ভিতর ইঁদুরের ঠেলায় টেকা দায় । তাই তাদের হাত থেকে বাঁচতে মার্জার-বাহিনী মোতায়েন করল পুলিশ । বেঙ্গালুরু শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কর্নাটকের গৌরীবিদানুর গ্রামীণ পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটেছে ।
২০১৪ সালে তৈরি এই পুলিস চৌকি । স্টশনের কর্মকর্তারা বলেছেন, স্টেশন তৈরির পর থেকেই এখানে ইঁদুরের বাড়বাড়ন্ত । অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্টও হয়েছে ইঁদুরের জ্বালায় । অনেক চেষ্টা করেও পুলিশকর্মীরা এই বিপদ থেকে রেহাই পাননি। সমস্যা থেকে অব্যাহতি পেতে পুলিশ স্টেশনেই দু’টি বিড়াল পুষলেন স্টেশন মাস্টার ।
সংবাদ সংস্থারকে গৌরীবিদানুর থানার সাব-ইনস্পেক্টর বিজয় কুমার জানান, স্টেশনের অনতিদূরে একটি জলাশয় রয়েছে। সেই কারণেই স্টেশনের ভিতরে ইঁদুরের সংখ্যা বেশি । প্রথমে একটি বিড়াল পোষার পর ইঁদুরের উৎপাত বেশ খানিকটা কমে । এর পর আরও একটি বিড়াল পোষা হয় । মার্জারগুলি এখনও পর্যন্ত তিনটি ইঁদুর মেরেছে । বিড়াল দু’টি এখন আমাদের এই পুলিস স্টেশন পরিবারের সদস্য হয়ে গেছে বলেও জানিয়েছেন বিজয় কুমার ।
উল্লেখ্য, কর্নাটকের বহু দফতর প্রতি বছর ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে বহু অর্থ ব্যয় করে । সরকারি তথ্য অনুযায়ী, রাজ্য সরকার ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে এই খাতে প্রায় ২০ লক্ষ টাকা খরচ করেছে ।
❤ Support Us