- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৬, ২০২৩
রাজধানীতে ধুন্ধুমার।মেয়র নির্বাচনে পদ্ম-ঝাড়ুর হাতাহাতি

রেকর্ড শীতে কাবু দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। দিল্লির পুর কমিশনের মেয়র নির্বাচনে যুযুধান দুই প্রতিপক্ষ বিজেপি ও আপ। আপ পুর নির্বাচনে জিতলেও বিজেপির দাবি মেয়র হবেন তাঁদের দলেরই কেউ। এই দাবি ঘিরে আপাতত উত্তপ্ত রাজধানীর পৌর রাজনীতি।
দিল্লির পুর কর্পোরেশনের মেয়র পদে আম আদমি পার্টি মনোনীত প্রার্থী হলেন শেলি ওবেরয়। অন্যদিকে পুরসভার সর্বোচ্চ পদে আপের প্রতিনিধিকে আটকাতে পাল্টা প্রতিনিধি মনোনীত করেছে বিজেপিও। শালিমার বাগের কাউন্সিলর রেখা গুপ্তা তাদের মেয়র পদের প্রতিনিধি। শুধু মেয়র নয় ডেপুটি মেয়র পদেও নিজেদের মনোনীত প্রার্থী স্থির করে রেখেছে আপ। মহম্মদ ইকবালকে তারা তাদের ডেপুটি মেয়র পদে মনোনীত করেছেন । পাশাপাশি মেয়র ও ডেপুটি মেয়রের জন্য ব্যাক আপ প্রার্থীও প্রস্তুত রেখেছে আপ।দিল্লি পুর কর্পোরেশনের ১৭১ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন পার্ক এলাকার নির্বাচিত কাউন্সিলর আশু ঠাকুর তাদের মেয়র পদে এবং শালিমার বাগ এলাকার ৫৫ নম্বর ওয়ার্ড থেকে জেতা জালাজ কুমার ডেপুটি মেয়র পদে তাঁদের ব্যাক আপ প্রার্থী।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগকে কেন্দ্র করে দিল্লি পুরসভার মেয়র নির্বাচন বিতর্কের সম্মুখীন । তিনি লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার বিরুদ্ধে অভিযোগ করেন যে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে সত্য শর্মাকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করেছেন। যিনি বিজেপির কাউন্সিলর। আপ অবশ্য আদর্শ নগর তাদের নির্বাচিত কাউন্সিলর মুকেশ গয়ালকে ওই পদে নিয়োগ করার জন্য প্রস্তাব করেছিল। তবে কেজরিওয়াল ও ভিকে সাক্সেনার এই স্নায়ুর লড়াইয়ে দিল্লির পৌর নির্বাচন এক ভিন্ন মাত্রা লাভ করেছে বলে ধারণা বিশেষজ্ঞদের।
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পৌর নির্বাচনে ২৫০ টি আসনের মধ্যে ১৩৪ টি তে জেতে আপ।, বিজেপি পায় ১০৪ টি আসন। তিনবার ক্ষমতায় থাকার পর দিল্লি পুরসভা হাতছাড়া হয় বিজেপির। এদিনের এই রাজনৈতিক টানাপোড়েনে ক্ষমতার ভারসাম্য কার দিকে ঝুঁকে পড়তে চলেছে সেই দিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
❤ Support Us