শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সোমবার সন্ধ্যায় হাওড়ার একজন স্বর্ণ ব্যবসায়ীকে কলকাতায় অপহরণ করে খুন করা হয়। আজ সকালে তাঁর দেহ এলগিন রোডের একটি হোটেলে থেকে উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় ছেলের সঙ্গে রবীন্দ্রসদন এলাকার লি রোডে তিনি একটি পানের দোকানে যান, তখনই একটি গাড়ি সামনে এসে দাঁড়ায়। পাঁচজন নেমে এসে জোর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। পরিবার সূত্রে বলা হয়েছে, অপহরণের পর মুক্তিপণের দাবিতে তাঁর বাড়িতে ফোন আসে। সঙ্গে সঙ্গে ভবানীপুর থানায় জানিয়ে অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে তাঁর ফোনের লোকেশন, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেন। সোমবার সারারাত খোঁজ চলে কিন্তু হদিস মেলে নি । মঙ্গলবার সকালে খবর আসে, এলগিন রোডের একটি হোটেল থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে ।
সোমবার ছেলের সঙ্গে দেখা করতে রবীন্দ্র সদনের লি রোডে এসেছিলেন ব্যবসায়ী। তাঁর ছেলে প্রায় প্রতিদিন বিকেলে এই এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় । হাওড়ার এই স্বর্ণ ব্যবসায়ীকে কেন অপহরণ করে খুন করা হল — পুলিস তা খতিয়ে দেখছে । অপহরণকারীদের খোঁজ চলছে। সম্প্রতি লেনদেন নিয়ে তাঁর সঙ্গে কারোর শত্রুতা তৈরি হয়েছিল কিনা পুলিস তার অনুসন্ধান চালাচ্ছে ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34