Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১, ২০২২

২ এপ্রিল, উচ্চমাধ্যমিক শুরু। পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, বিশেষ পর্যবেক্ষক নিয়োগ, একগুচ্ছ নতুন পরিকল্পনা

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, ৭ লক্ষ ৪৫ হাজার জন ।

২ এপ্রিল, উচ্চমাধ্যমিক শুরু। পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, বিশেষ পর্যবেক্ষক নিয়োগ, একগুচ্ছ নতুন পরিকল্পনা

নিজের স্কুল বা হোম সেন্টারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করল সংসদ।আগামীকাল শনিবার, ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ২৭ এপ্রিল। এবছর নিজের স্কুলেই পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা। ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

করোনার বাড়বাড়ন্তের জেরে আগের বছর হয়নি উচ্চমাধ্যমিক । এবারই প্রথম নিজের স্কুল বা হোম সেন্টারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একথা মাথায় রেখে বৃহস্পতিবার একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করল সংসদ।

শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এ বছর প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁরা। দ্বিতীয়ত, মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। ভেন্যু সুপার ভাইজার, সেন্টার ইনচার্জ, বিশেষ পর্যবেক্ষক ছাড়া কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। তূতীয়ত, পরীক্ষার হলে দু’জন করে পরিদর্শক নিয়োগ করা হবে।

সংসদের কড়া নিষেধাজ্ঞা, যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব দেওয়া যাবে না।চতুর্থত, পুলিশের উপস্থিতিতে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। পঞ্চমত, টোকাটুকির খবর এলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংসদ।
সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিডিও রেকর্ডিংয়ের কথাও মাথায় রাখছে সংসদ । এ দিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, এবার প্রথম হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। মোবাইল নিয়ে ঢোকা যাবে না। পেপার লিকের বিষয়ে সতর্ক থাকতে হবে। অবজার্ভার প্রথম নিয়োগ করা হচ্ছে।

এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসবেন। সকাল ১০ থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করেছে সংসদ। সেই নম্বরটি হল-০৩৩ ২৩৩৭ ০৭৯২ ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!