Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১, ২০২৪

ভোট শেষ হওয়ার আগেই মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ইন্ডিয়া জোটের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট শেষ হওয়ার আগেই মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ইন্ডিয়া জোটের

আলোকচিত্র: সংবাদ সংস্থা

লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ বৈঠকে শামিল ইন্ডিয়া জোটের নেতারা। শনিবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের সব রাজনৈতিক দলের নেতারা হাজির থাকলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিনিধি ছিলেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন, রাজ্যে লোকসভা নির্বাচনের শেষপর্ব এবং সপ্তাহের শুরুতে রাজ্যের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ত্রাণ কার্য পরিচালনার জন্য তিনি সভায় যাবেন না।

ইন্ডিয়া জোটের এদিনের সভায় মূল আলোচ্য বিষয় ছিল রাজ্য এবং জেলা স্তরে সঠিকভাবে গণনা নিশ্চিত করার জন্য কৌশল তৈরি করা। পাশাপাশি এক্সিট পোল নিয়েও আলোচনা হয়। কংগ্রেস নেতারা মনে করেন যে, সঠিকভাবে গণনা নিশ্চিত করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের আশা এবারের নির্বাচনে এনডিএ জোট ২৬০ থেকে ২৭০-এর বেশি আসন পাবে না। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন থেকে কয়েকটা আসন কম পেতে পারে এনডিএ জোট। স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদবের ভবিষ্যৎবাণী, এনডিএ জোট ২৭০টির বেশি আসন পাবে না। ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একসঙ্গে লড়াই করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আজকের বৈঠকে।

এদিন বৈঠকে বসার আগে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স-এ একটা পোস্টে লেখেন, লড়াই এখনও শেষ হয়নি। আমাদের জোটের সব দলের নেতা ও কর্মীরা দারুণ সতর্ক। আমরা একসঙ্গে এবারের নির্বাচনে লড়াই করেছি দেশের জনগণ আমাদের সমর্থন করেছে। আমরা ইতিবাচক ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী।” ভোট শেষ হতেই বিভিন্ন এক্সিট পোলগুলি প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এনডিএ জোট। যদিও কংগ্রেস এক্সিট পোলকে গুরুত্ব দিতে রাজি নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!