- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২, ২০২৪
টি২০ বিশ্বকাপের সূচিতে বদল, টিকিট বিক্রি শুরু করল আইসিসি

২০২৪ টি২০ বিশ্বকাপের সূচিতে সামান্য রদবদল করল আইসিসি। দুটি সেমিফাইনালের তারিখ বদল করা হয়েছে। এছাড়া সব ম্যাচের সময়ও বদল করা হয়েছে। আইসিসি–র পক্ষ থেকে এক বিবৃতিতে সরকারিভাবে সূচি বদলের কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার থেকে টি২০ বিশ্বকাপের টিকিট বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে। টিকিট বিক্রি প্রক্রিয়া শুরুর সময় বিশ্বকাপের দুটি সেমিফাইনালের তারিখ পরিবর্তনের কথা জানিয়েছে আইসিসি। ২৬ জুন প্রথছম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২৭ জুন ত্রিনিদাদ ও টোবাগোতে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বিতীয় সেমিফাইনাল একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠিত হবে ২৮ জুন। আর ২৭ জুন প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে।
তবে ফাইনাল ম্যাচের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি। ২৯ জুন বার্বাডোজের কেনসিংন ওভালে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ফাইনাল বাদে সমস্ত ম্যাচের শুরুর সময়ও জানিয়েছে আইসিসি। প্রতিটা ম্যাচ ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে। উদ্বোধনী ম্যাচ হবে ১ জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। মুখোমুখি হবে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে। ভারতের চারটি গ্রুপ ম্যাচই নিউ ইয়র্কে হবে। ৯ জুন রবিবার বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভারতীয় সময় রাত ৮ টায় শুরু হবে।
বৃহস্পতিবার থেকেই টি২০ বিশ্বকাপের টিকিট বিক্রি প্রক্রিয়া শুরু করে দিয়েছে আইসিসি। ‘পাবলিক ব্যালট’ পদ্ধতিতে এবার টিকিট বিক্রি করা হবে। দর্শকরা চাহিদা মতো টিকিট কিনতে পারবেন। দর্শকরা ওয়েবসাইটে গিয়ে প্রিয় ম্যাচের জন্য ছয়টি টিকিটের জন্য আবেদন করতে পারবেন। যারা টিকিট কেনার সুযোগ পাবেন, তাদের একটি পেমেন্ট লিঙ্ক সহ ইমেলের মাধ্যমে সেগুলি নিশ্চিত হয়েছে কিনা জানানো হবে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে অর্থপ্রদান করতে ব্যর্থ হয়, তাহলে টিকিটগুলি ২২ ফেব্রুয়ারি সাধারণ বিক্রয়ের জন্য ছেড়ে দেওয়া হবে।
❤ Support Us