- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২০, ২০২৩
একদিনের ক্রিকেটে শুভমানকে সরিয়ে আবার শীর্ষে বাবর, টি২০–তে ১ নম্বরেই সূর্য
বিশ্বকাপে তেমন ফর্মে ছিলেন না। প্রতিযোগিতার শেষ দিকে তাঁকে সরিয়ে আইসিসি–র একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন শুভমান গিল। শুভমানকে সরিয়ে আবার একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন বাবর আজম। বোলারদের তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।
বিশ্বকাপের পর থেকে পাকিস্তান একটাও একদিনের ম্যাচ খেলেননি। ফলে বাবর আজমের খেলার সুযোগ হয়নি। কিন্তু ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেছে। দেশ সিরিজ খেলছে, কিন্তু শুভমান না খেলায় তাঁর র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। বাবর আজমের রেটিং পয়েন্ট ৮২৪ থাকলেও শুভমানের রেটিং কমে দাঁনিয়ে ৮১০–এ নেমে গেছে। ৭৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মা চতুর্থ স্থান ধরে রেখেছেন।
টি২০ ব্যাটারদের তালিকায় সূর্যকুমার যাদব যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৭। ১০০ রেটিং পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৫। ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বাবর আজম।
টি২০ বোলারদের র্যাঙ্কিংয়ে সাপ–লুডোর খেলা চলছে। একসপ্তাহ পর আবারও পরিবর্তন শীর্ষস্থানে। ভারতের রবি বিষ্ণোই ও আফগানিস্তানের রশিদ খানকে টপকে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। আগের সপ্তাহে আদিল রশিদ ও রবি বিষ্ণোই যুগ্মভাবে শীর্ষে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত বোলিংই আদিল রশিদকে শীর্ষে পৌঁছে দিয়েছে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ২ নম্বরেই রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবিও। হার্দিক পান্ডিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
টেস্ট ব্যাটারদের রাঙ্কিংয়ে ১ নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ২ নম্বরে জো রুট এবং ৩ নম্বরে স্টিভ স্মিথ। চার থেকে পাঁচ নম্বরে নেমে গেছেন পাকিস্তানের বাবর আজম। আর চারে উঠে এসেছেন উসমান খোয়াজা। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে তৃতীয়, নাথান লায়ন তিন ধাপ এগিয়ে পঞ্চম এবং মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন।
❤ Support Us