- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১১, ২০২৩
ওভার রেটের নিয়ম ভেঙে শাস্তির কবলে সাকিবসহ বাংলাদেশের বাকি ক্রিকেটাররা

আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচেই হার। মঙ্গলবার ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে বিধ্বস্ত হতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিং–বোলিং, দুই বিভাগেই ব্যর্থ বেঙ্গল টাইগাররা। হারের শোক কাটতে না কাটতেই আবার দুঃসংবাদ। ইংল্যান্ড ম্যাচে শাস্তির মুখে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। স্লো ওভার রেটের জন্য জরিমানা হয়েছে সাকিব আল হাসানসহ গোটা বাংলাদেশ দলের।
ম্যাচ চলাকালীনই আম্পায়াররা ফিল্ডিং করা দলের অধিনায়ককে বারবার নির্দিষ্ট সময়ে ওভার শেষ করার ব্যাপারে সতর্ক করে দেন। এমনকি নির্দিষ্ট সময়ে কত ওভার পিছিয়ে রয়েছেন, তাও জানানো হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে ওভার শেষ করার ব্যাপারে পিছিয়ে ছিল বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের স্লো ওভার রেটের জন্য শেষ ২ ওভারে ৩০ জন বৃত্তের বাইরে ১ জন কম রাখতে বাধ্য হয় বাংলাদেশ।
শুধু মাঠের মধ্যেই নয়, মাঠের বাইরেও শাস্তির কবলে পড়তে হয়েছে বাংলাদেশকে। নির্ধারিত সময়ে ১ ওভার কম বোলিং করায় অধিনায়ক সাকিবসহ গোটা দলের জরিমানা হয়েছে। দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফি–র ৫ শতাংশ জরিমানা দিতে হবে। আইসিসি–র পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘স্লো ওভার রেটের জন্য আইসিসি–র ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানসহ বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি–র ৫ শতাংশ জরিমানা করেছেন।’
বাংলাদেশ আইসিসি–র নিয়মের ২.২২ নম্বর ধারা লঙ্ঘন করেছে। আইসিসি–র এই নিয়মে বলা আছে, ওভার রেটের নিয়ম ভাঙলে ম্যাচের সঙ্গে যুক্ত ক্রিকেটাররা শাস্তি পাবেন। প্রথম বার নিয়ম ভাঙলে প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি-র ৫% জরিমানা করা হবে। সাকিব আল হাসান ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে তাঁর ভুল স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
❤ Support Us