Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৯, ২০২৩

চলতি বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন কুশল পেরেরা

আরম্ভ ওয়েব ডেস্ক
চলতি বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন কুশল পেরেরা

এবারের বিশ্বকাপে প্রথম থেকেই চলছে রেকর্ড ভাঙাগড়ার খেলা। তৈরি হচ্ছে একের পর এক মাইলস্টোন। আর রেকর্ডের তালিকায় বোলারদের তুলনায় ব্যাটারদের দাপটই বেশি। বোঝাই যাচ্ছে ক্রিকেট ব্যাটারদেরই খেলা। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড ম্যাচে তৈরি হল আরও একটা রেকর্ড। চলতি বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার কুশল পেরেরা। ভেঙে দিলেন সতীর্থ কুশল মেন্ডিসের রেকর্ড।
চলতি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডও। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন তাঁরই সতীর্থ কুশল পেরেরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। চলতি বিশ্বকাপে এটাই দ্রুততম হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৮ বলে ৫১ রান করে আউট হন কুশল পেরেরা। মারেন ৯টি ৪ ও ২টি ৬।
এই বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। হল্যান্ডের বিরুদ্ধে ২৭ বলে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। ডেভিড ওয়ার্নার রয়েছেন ৫ নম্বরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন। এদিন সবাইকে ছাপিয়ে গেলেন কুশল পেরেরা।
তবে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড রয়েছে ব্রেন্ডন ম্যাকালামের। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে তিনি ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় স্থানেও রয়েছে ম্যাকালামের ইনিংস। ২০০৭ বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে ২০ বলে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ। ২০১৫ বিশ্বকাপে হোবার্টে স্কটল্যান্ডের বিরুদ্ধে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। এছাড়া ২১ বলে হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক বাউচার, ব্রেন্ডন ম্যাকালামের। এছাড়া ২২ বলেও হাফ সেঞ্চুরি করেছেন মার্ক বাউচার, দীনেশ চন্ডীমাল, বেন্ডন ম্যাকালাম ও কুশল পেরেরা।
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টও এদিন নজির গড়েছেন। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে মোট ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এই কিউয়ি জোরে বোলার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে ৫০ উইকেটের মাইলস্টনে পৌঁছে যান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!