- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৮, ২০২৩
বিশ্বকাপে আবার অঘটন, ডাচদের কাছে হার দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপে আবার বড় অঘটন। এবার ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটালো হল্যান্ড। ডাচদের জয় ৩৮ রানে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাচদের অবশ্য এটাই প্রথম জয় নয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জমিয়ে দিয়েছিল হল্যান্ড। এবারও বিশ্বকাপ জমিয়ে দিলেন এডওয়ার্ডসরা।
এদিন ম্যাচের আগেই বৃষ্টি। যার জন্য নির্ধারিত সময়ের ২ ঘন্টা দেরিতে খেলা শুরু হয়। ওভার সংখ্যা কমিয়ে ৪৩ করা হয়। পরের দিকেও বৃষ্টির আশঙ্কা ছিল। সেকথা মাথায় রেখে এবং স্যাঁতসেঁতে পরিবেশের জন্য টস জিতে হল্যান্ডকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। পরিবেশের সুবিধা কাজে লাগিয়ে শুরুর দিকে জ্বলে ওঠেন প্রোটিয়া বোলাররা।
হল্যান্ডের ব্যাটাররা রাবাডা, জানসেন, এনগিডিদের সামনে প্রথম দিকে একেবারেই সুবিধা করতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ১১২ রানের মধ্যে ৬ উইকেট হারায়। পরপর ফিরে যান বিক্রমজিৎ (২), ওডোড (১৮), অ্যাকেরম্যান (১৩), বাস ডে লিড (২), এঙ্গেলব্রেচট (১৯), নিদামানুরুরা (২০)। এই সময় মনে হচ্ছিল হয়তো দেড়শ রানের গন্ডি পার করতে পারবে না হল্যান্ড।
শেষ দিকে ঝড় তোলেন অধিনায়ক এডওয়ার্ডস, ভ্যান ডার মারউই, আরিয়ান দত্তরা। এদের দাপটেই নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান তোলে। ৬৯ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন এডওয়ার্ডস। ৯ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন আরিয়ান দত্ত। ১৯ বলে ২৯ রান করেন ভ্যান ডার মারউই। এনগিডি, জানসেন, রাবাডা ২টি করে উইকেট পান।
জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন দুই ওপেনার তেম্বা বাভুমা ও কুইন্টন ডিকক। ডিকক (২২ বলে ২০) আউট হতেই ধস নামে দক্ষিণ আফ্রিকা ইনিংসে। পরপর ফিরে যান বাভুমা (১৬), রাসি ভ্যান ডার ডুসেন (৪), এইডেন মার্করাম (১)। হেনরিখ ক্লাসেন (২৮ বলে ২৮) প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। ৮৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
মার্কো জানসেন ৯, জেরাল্ড কোয়েটজি ২২ রান করেন। শেষ উইকেটে এনগিডিকে সঙ্গে নিয়ে মরিয়া লড়াই চালাতে থাকেন কেশব মহারাজ। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। ৪২.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ২০৭ রানে। ডাচদের জয় ৩৮ রানে। মহারাজ ৩৭ বলে ৪০ রান করেন। লোগান ভ্যান বিক নেন ৩ উইকেট। পল ভ্যান মিকেরেন, রোলফ ভ্যান ডার মারউই ও বাস ডি লিড ২টি করে উইকেট নেন। ১টি উইকেট কলিন অ্যাকারম্যানের।
❤ Support Us