- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৯, ২০২৩
আফগানিস্তানকে ১৪৯ রানে উড়িয়ে ভারতকে পেছনে ফেলে দিল নিউজিল্যান্ড
বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবার অঘটনের স্বপ্ন দেখেছিলেন আফগানরা। কিন্তু তাদের সেই স্বপ্নপূরণ হল না। আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটালেও কিউইদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ আফগানরা। আফগানিস্তানকে ১৪৯ রানে উড়িয়ে বিশ্বকাপের টানা চার ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এল নিউজিল্যান্ড। পেছনে ফেলে দিল ভারতকে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল করতে পারেনি নিউজিল্যান্ড। পরিচিত মাঠে মাত্র ২০ রান করে আউট হন নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে। এরপর দলকে টেনে নিয়ে যান উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। ৪১ বলে ৩২ রান করে আউট হন রাচিন রবীন্দ্র। ২১তম ওভারে তাঁকে তুলে নেন আজমাতুল্লাহ। একই ওভারে উইল ইয়ংকেও (৬৪ বলে ৫৪) ফেরান তিনি। পরের ওভারে ড্যারিল মিচেলকে (১) তুলে নেন রশিদ খান। হঠাৎই ধ্বস নামে কিউয়ি ইনিংসে। ১১০ রানে ৪ উইকেট হারায়।
এরপর নিউজিল্যান্ডকে টেনে নিয়ে যান অধিনায়ক টম লাথাম ও গ্লেন ফিলিপ। দুজনের জুটিতে ওঠে ১৪০ রান। ৪৮ তম ওভারে নবীন উল হকের বলে আউট হন ফিলিপ। ৮০ বলে তিনি করেন ৭১। একই ওভারে ফিরে যান লাথামও। ৭৪ বলে তিনি করেন ৮৮। এরপর শেষ দিকে ঝড় তুলে নিউজিল্যান্ডকে ২৮৮ রানে পৌঁছে দেন চ্যাপম্যান। ১২ বলে ২৫ রান করে তিনি অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন নবীন উল হক ও আজমাতুল্লাহ।
জয়ের জন্য ২৮৯ রানের লক্ষ্য যথেষ্ট কঠিন ছিল আফগানিস্তানের কাছে। এইরান তারা করে জিততে গেলে ওপেনিং জুটিকে বড় রান করতেই হত। কিন্তু দুই ওপেনার ব্যর্থ। ১১ রান করে আউট হন গুরবাজ। ইব্রাহিম জাদরান করেন ১৪। ৩ নম্বরে নামা রহমত শাহ করেন ৩৬। মিডিল অর্ডারে আজমতুল্লাহ (২৭) ছাড়া বাকিরা চূড়ান্ত ব্যর্থ। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় ৩৪.৪ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দুরন্ত বোলিং করে ১৯ রানে ৩ উইকেট তুলে নেন লকি ফার্গুসন। মিচেল স্যান্টনারও নেন ৩ উইকেট। ট্রেন্ট বোল্টের ১৮ রানে ২ উইকেট।
❤ Support Us