Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১, ২০২৩

ইডেনের গ্যালারিতে উড়ল প্যালেস্তাইনের পতাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডেনের গ্যালারিতে উড়ল প্যালেস্তাইনের পতাকা

বিশ্বকাপের মঞ্চেও যুদ্ধ বিরোধিতার আঁচ। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে পতপত করে উড়ল প্যালেস্টাইনের পতাকা। আর পতাকা ওড়ানোর জন্য ৪ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর রাতেই অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

আইসিসি-র নিয়মে বলা আছে ক্রিকেট মাঠে কোনও রকম বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, প্ররোচনামূলক এবং যুদ্ধ সংক্রান্ত কোনও রকম পোস্টার তুলে ধরা যাবে না। কিন্তু মঙ্গলবার সেই নিয়ম উপেক্ষা করে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ চলাকালীন জি ওয়ান এবং এইচ ওয়ান ব্লকে কয়েকজন দর্শককে প্যালেস্টাইনের পতাকা ওড়াতে দেখা যায়। একইসঙ্গে প্যালেস্টাইন জিন্দাবাদ ধ্বনিও দেন। দিতে দেখা যায়

ওই দর্শকদের ইডেনের গ্যালারিতে প্যালেস্টাইনের পতাকা ওড়ানোর দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

গ্যালারিতে প্যালেস্টাইনের পতাকা ওড়ানোর খবর পেয়েই পুলিশ খোঁজখবর নিতে শুরু করে। মঙ্গলবার ইডেনে প্রায় ২৮ হাজার দর্শক হাজির ছিলেন। তাদের মধ্যে থেকে ওই চারজনকে খুঁজে বার করার কাজ একেবারেই সহজ ছিল না। জি ওয়ান এবং এইচ ওয়ান গ্যালারির আশেপাশে তন্নতন্ন করে খুঁজেও পুলিশ কারও হাতে প্যালেস্টাইনের পতাকা দেখতে পায়নি। এরপর ভাইরাল হওয়া ভিডিও ভালভাবে খুঁটিয়ে দেখে পুলিশ ওই দর্শকদের খুঁজে বার করার চেষ্টা করে।

বালি ও একবালপুর থেকে আসা দুই দর্শক শেহনওয়াজ ও সাদ্দাম ইরানের গ্যালারিতে পতাকা উড়িয়েছিলেন। পরে তাদের সঙ্গে আরও দুজনকে আটক করে ময়দান থানার পুলিশ। আটক করে তাদের ময়দান থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্যালেস্টাইনের পতাকা ওড়ানো প্রসঙ্গে ওই চার দর্শক বলেন, “প্যালেস্টাইন এবং ইজরাইলের মধ্যে রক্তক্ষয় যুদ্ধ চলছে।  আমরা যুদ্ধ চাই না। প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে আমরা পতাকা উড়িয়েছি। ভাবিনি এটা নিয়ে কোনও সমস্যা হতে পারে।”

ইডেনের গ্যালারিতে প্যালেস্টাইনের পতাকা ওড়ানো প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, এই ঘটনার জন্য চারজনকে আটক করে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি মঙ্গলবার শহরে যুদ্ধ বিরোধী মিছিল ছিল। সেই মিছিল শেষ করেই দুজন দর্শক ইডেনে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ঢুকে যান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!