- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১২, ২০২৩
যুবরাজের অনুপ্রেরণায় অনুশীলনে শুভমান, পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল ভারত। ডেঙ্গি আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন শুভমান গিল। পরে জ্বর বাড়ায় তাঁকে চেন্নাই রেখেই দিল্লি উড়ে যায় ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারেননি। আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে স্বস্তির খবর ভারতীয় শিবিরে। জ্বরমুক্ত হয়ে অনুশীলনে নেমেছেন শুভমান। বৃহস্পতিবার নেটে ঘন্টাখানেক সময়ও কাটিয়েছেন ভারতীয় দলের এই ওপেনার।
ডেঙ্গি ধরায় অনেকেই মনে করেছিলেন পাকিস্তান ম্যাচেও হয়তো খেলতে পারবেন না শুভমান গিল। কারণ, ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ১০–১২ দিন সময় লাগে। এত দ্রুত শুভমান কীভাবে রিকভারি করে, এখন সোটাই দেখার। টিম ম্যানেজমেন্ট অবশ্য শুভমানের পুরোপুরি ফিট হয়ে ওঠার দিকে তাকিয়ে। কারণ, পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুভমানের মাঠে নামাটা জরুরি। চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের এই ওপেনার। ৫টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ২০ ম্যাচে করেছেন ১২৩০ রান। গড় ৭২.৩৫।
চেন্নাই থেকে বুধবারই আমেদাবাদ পৌঁছেছেন শুভমান। বৃহস্পতিবার সকালে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন। এমনকি ফিল্ডিং অনুশীলনও করেন। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে শুভমানও মরিয়া। তবে এখন দেখার, সদ্য ডেঙ্গিমুক্ত হওয়া শুভমানকে পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্ট প্রথে একাদশে রাখে কিনা। বৃহস্পতিবারই দিল্লি থেকে ভারতীয় দল আমেদাবাদ পৌঁছেছে। শুক্রবার দলের সঙ্গে আর একপ্রস্থ অনুশীলনের সুযোগ পাবেন শুভমান। নেটে তাঁকে আরও একবার দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
এদিকে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার জন্য শুভমান গিলকে অনুপ্রানিত করেছেন যুবরাজ সিং। তিনি বলেন, ‘ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর ক্রিকেটে ফেরাটা খুবই কঠিন। আমার উদাহরণ তুলে ধরে শুভমানকে অনুপ্রানিত করেছি। ওকে বলেছি, ক্যান্সার নিয়ে যদি আমি বিশ্বকাপ খেলতে পারি, তাহলে তুমি কেন পারবে না। শুভমান ফিট থাকলে পাকিস্তান ম্যাচ খেলবে।’
❤ Support Us